মেদিনীপুর মেডিক্যালকাণ্ডে রিপোর্ট পেলেই পদক্ষেপ, আশ্বাস মুখ্যসচিবের
![মেদিনীপুর মেডিক্যালকাণ্ডে রিপোর্ট পেলেই পদক্ষেপ, আশ্বাস মুখ্যসচিবের মেদিনীপুর মেডিক্যালকাণ্ডে রিপোর্ট পেলেই পদক্ষেপ, আশ্বাস মুখ্যসচিবের](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/13/80a8034a93919714eadbe9fef970a3b51736783711737968_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
<p>ABP Ananda Live: মেদিনীপুরে স্যালাইনকাণ্ডে মুচলেকাকাণ্ডে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য। ঠিক এহেন সময়েই স্যালাইনকাণ্ডে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট বক্তব্য রাখলেন মুখ্যসচিব। বলেছেন, ‘প্রসূতির মৃত্যুতে কাউকে ছাড় নয়।'</p>
<p>এদিন মুখ্যসচিব বলেন, ‘প্রসূতির মৃত্যুতে যাদের গাফিলতি, তাদের কাউকে ছাড়া হবে না।রিপোর্ট নেগেটিভ থাকলে সেই ওষুধ ব্যবহার করা যাবে না। কোথায় কেউ এরকম মুচলেকা লিখিয়ে নিলে, তার বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে।’ মেদিনীপুর মেডিক্যালে ‘বিষাক্ত’ RL স্যালাইনে প্রসূতির মৃত্যু, তদন্তে CID। ‘স্যালাইনেই সমস্যা, নাকি অস্ত্রোপচারেও বিপত্তি? সব খতিয়ে দেখা হচ্ছে। মেদিনীপুর মেডিক্যালকাণ্ডে রিপোর্ট পেলেই পদক্ষেপ, আশ্বাস মুখ্যসচিবের। স্বাস্থ্য দফতরের সঙ্গে মেদিনীপুর মেডিক্যালকাণ্ডে তদন্ত করবে CID-ও।</p>
<p>বিষাক্ত স্যালাইনের সঙ্গে অক্সিটোসিন-বিপত্তিতেই প্রসূতির মৃত্যু? সূত্র মারফতর খবর, মেদিনীপুর মেডিক্যালে স্যালাইন-কাণ্ডে প্রাথমিক রিপোর্ট তদন্ত কমিটির, ’RL স্যালাইনে সমস্যা, প্রোটোকল মেনে দেওয়া হয়নি অক্সিটোসিনও। প্রোটোকল ভেঙে অত্যন্ত দ্রুত অক্সিটোসিন দেওয়া হয়েছিল। ওই রাতে ৭ প্রসূতির ডেলিভারি, ৪জন অসুস্থ, একজনের মৃত্যু। বাকি ২ প্রসূতিকে বাইরে থেকে RL স্যালাইন কিনে আনতে বলা হয়। বাইরে থেকে আনা RL স্যালাইন ব্যবহার, ভাল আছেন ২ প্রসূতি’, বলে জানা গিয়েছে।</p>
Source link