PV Sindhu: শহর জুড়ে বিলবোর্ড, বদলে গেল কোম্পানিরই নাম! চর্চায় কোন কিংবদন্তির চমকের চুক্তি?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জার্মান বহুজাতিক সংস্থা পুমা (PUMA) সম্প্রতি এক অভিনব আউটডোর বিজ্ঞাপনী প্রচার কৌশল নিয়েছে। যা দেখে অনেকেই থ হয়ে গিয়েছেন। সংস্থার যে প্রয়াস একই সঙ্গে সাহসী এবং অপ্রত্যাশিত! মূলত জুতো এবং অ্যাথলেটিক পোশাক তৈরি করা স্পোর্টসওয়্যার জায়ান্ট, তাদের আইকনিক PUMA বানানটি একাধিক বিলবোর্ড এবং দোকানের সাইনবোর্ডে PVMA লিখেছে! আকস্মিক পরিবর্তনই আলোড়ন ফেলে দিয়েছে। কৌতূহলীদের মনে একাধিক প্রশ্ন উঠেছে। তাহলে কি পুমা পুনরায় ব্র্যন্ডিংয়ের পথে হাঁটছে নাকি ভুল বানানেই ছাপা হয়েছে বিলবোর্ড!
আরও পড়ুন: প্রায় ২ ঘণ্টার টানা বৈঠক! লেখা হল রোহিত-কোহলির ভবিষ্যৎ, চরম পদক্ষেপ নিল বিসিসিআই…
এবার আসল গল্পটি জেনে নিন তাহলে। জোড়া অলিম্পিক্স পদকজয়ী কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। দেশের নক্ষত্র শাটলার পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন পার্টনারশিপ করলেন দীর্ঘমেয়াদি চুক্তিতে। পুমাও আনুষ্ঠানিক ভাবে ব্যাডমিন্টনের জগতে পা রাখল। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টনের মর্যাদা আরও উন্নত করতে এবং পরবর্তী প্রজন্মের ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করতে সিন্ধুর এই যাত্রায় পুমা পাশে থাকবে। সিন্ধুর সম্মানেই PUMA-র প্রথম দুই অক্ষর হয়ে গেলে PV অর্থাত্ পুসারলা ভেঙ্কট, সিন্ধুর পুরো নাম পুসারলা ভেঙ্কট সিন্ধু।
আরও পড়ুন: অবিশ্বাস্য ৬৬৪ গড়! ২০১৬-র পর খেলেননি ভারতের হয়ে, নির্বাচকদের ভাবনায় ফের ব্রাত্যজন
খেলরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ এবং অর্জুনে ভূষিত সিন্ধু বিগত এক দশকে বিশ্বের ব্যাডমিন্টন মানচিত্রে ভারতের নাম উজ্জ্বল করেছেন। পুমার সঙ্গে চুক্তির প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি পুমা পরিবারে যোগ দিতে পেরে রোমাঞ্চিত, এই ব্র্যান্ড আমার মতোই খেলাধুলার শক্তিতে অনুপ্রেরণা জোগানে বিশ্বাসী। পুমার সঙ্গে এই অংশীদারিত্ব বৃহত্তর কিছুর অংশ হওয়াই নয়, আমি এবার তাদের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ পাব, যারা সীমা অতিক্রম করে এবং চ্যালেঞ্জ নেওয়াকে মূল্য দেয়। ব্যাডমিন্টন সবসময়ই আমার জন্য উন্নতি এবং নিজেকে আবিষ্কারের প্ল্যাটফর্ম। পুমার হাত ধরে আমি অন্যদের, বিশেষ করে মহিলাদের, ঝুঁকি নিতে, নিজেদের উপর বিশ্বাস রাখতে এবং আরও কিছু করার জন্য উৎসাহিত করব, তা মাঠে এবং মাঠের বাইরে।’ গত ডিসেম্বরেই সিন্ধু কেরিয়ারের নতুন ইনিংস শুরু করেছেন। এক তথ্যপ্রযুক্তি সংস্থার শীর্ষকর্তা দত্ত বেঙ্কট সাইকে। রাজস্থানের উদয়পুরের প্রাসাদে ১৫০ জন অতিথি সমাগমে সিন্ধু-বেঙ্কটের চার হাত এক হয়েছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)