# Tags
#Blog

‘অভিযুক্ত সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ’,বিস্ফোরক শুভেন্দু

‘অভিযুক্ত সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ’,বিস্ফোরক শুভেন্দু
Listen to this article


সমীরণ পাল, অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাই, কলকাতা : অভিযুক্ত সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ রয়েছে। নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগের ঘটনায়, স্যালাইন প্রস্তুতকারী সংস্থাকে নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা। এমনকী এই ঘটনায় ইডি তদন্তেরও দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী। নির্দিষ্ট কোনও তথ্য থাকলে তদন্তে সহযোগিতা করুন, বলছে তৃণমূল। 

নিষিদ্ধ স্যালাইন ব্যবহারে প্রসূতি মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই এবার বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনা সামনে আসার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে ‘পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়াল’-এর তৈরি স্যালাইন। এদিন সকালে সোশাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা অভিযোগ করেন, ‘আমার কাছে নির্দিষ্ট সূত্রে খবর আছে যে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামক কোম্পানিটির ডিরেক্টরদের নামে কয়েকশো ভুয়ো কোম্পানি রয়েছে। তাদের ফার্মের উপর এত গুরুতর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে তারা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিচালিত স্বাস্থ্য পরিসেবা কেন্দ্রগুলিতে নিম্নমানের ওষুধ সরবরাহ করার অনুমতি পায় ?’

রাতে এ নিয়ে সরকারের বিরুদ্ধে আরও সুর চড়ান তিনি। শুভেন্দু অধিকারী বলেন, “আমার তো মনে হয় স্বাস্থ্যসচিব ও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের FIR হওয়া উচিত। কারণ, ২০২২ সালে যে কোম্পানির মেয়াদ শেষ, নারায়ণ স্বরূপ নিগম কী করে ৬ মাসের এক্সটেনশন দিয়েছেন এই কোম্পানিকে ? এক্সচেঞ্জ অফ মানি। সিঙ্গল এজেন্ডা টু আর্ন মানি, টু কালেক্ট মানি। অনলি থিং ইজ মানি। TMC মিনস মানি মানি মানি। আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে অনুরোধ করেছি যাতে ড্রাগ কন্ট্রোলার কমিশনার এই বিষয়ে অ্যাকশন নেন। আমি মনে করি, ইডির এই কেসটা নিয়ে নেওয়া উচিত।” তাঁর সংযোজন, “এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছেন। তাঁর সঙ্গে সরাসরি দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যাঁরা এই রাজ্যটাকে চালায় তাঁদের সঙ্গে যোগ আছে।”

তৃণমূল কংগ্রেসের তরফে অবশ্য রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “এই ভুল যদি হয়ে থাকে, তাহলে সেই ভুলটা কে বা কারা দায়ী এগুলো তো তদন্তসাপেক্ষ এবং যথাযথ গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য দফতর তদন্ত করছে। এর বাইরে যদি বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট কোনও তথ্য বা এমন কিছু থাকে যেটা তদন্তে সহযোগিতা করতে পারে, তো তিনি সেগুলো দিয়ে তদন্তে সহযোগিতা করতে পারেন।”

স্য়ালাইন বিতর্ক কিংবা শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্য়ালের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিন মেদিনীপুর মে়ডিক্যাল কলেজে বিক্ষোভ দেখায় কংগ্রেস। বিক্ষোভ দেখায় সিপিএমের ছাত্র ও যুব সংগঠনও।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal