সজোরে গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে, বেপরোয়া বাসের দৌরাত্ম্যে মৃত্যু একজনের
আবির দত্ত ও সৌমিত্র রায়, কলকাতা: শহরে ফের বেপরোয়া বাসের দৌরাত্ম্য। বড়বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে গার্ড রেলে ধাক্কা মারে মিনিবাস। গার্ড রেলে ধাক্কা মেরে ফুটপাথে উঠে যায় মিনিবাস। আর সেই ঘটনায় মৃত্য়ু হল এক বৃদ্ধার। ঘটনায় গুরুতর জখম তিন জন।
বহু মানুষের নিত্যযাতায়াত বড়বাজার চত্বরে। কলকাতার বড়বাজারে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন থাকে। এদিন শিয়ালদার দিক থেকে একটি মিনিবাস আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কার মারে গার্ড রেলে। ধাক্কা মেরে উঠে যায় ফুটপাথে। পুলিশ সূত্রে খবর, সেই সময় ওখানে একটি শিশু ছিল। ছিটকে পড়ে গিয়ে প্রাণে বেঁচেছে সে। এদিন ঘটনাস্থলে পৌঁছয় বড়বাজার থানার পুলিশ। সেখান থেকে উদ্ধার করা হয় জখম চার মহিলাকে। আহত অবস্থায় চারজনকে নিয়ে যাওয়া কলকাতা মেডিক্যাল কলেজে। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম নাজু বিবি। ৬৮ বছর বয়সী ওই বৃদ্ধা হাওড়ার সাঁকরাইলের বাসিন্দা। এদিন ব্যক্তিগত কাজে তিনি বড়বাজার গিয়েছিলেন। আহতদের মধ্যে রয়েছেল নিশা মেহতা, তিনি লিলুয়ার বাসিন্দা, রমলা দেবী, কলকাতার বাসিন্দা এবং ওড়িশার বাসিন্দা নিকিতা কেজরিওয়াল। ইতিমধ্যেই ঘাতক বাস এবং চালককে আটক করা হয়েছে।
স্থানীয়দের দাবি, আহতদের মধ্যে অনেকেই বড়বাজারে কোনও কাজে বা ঘুরতে এসেছিলেন। সেই সময় এসে ধাক্কা মারে ওই বাস। একজনের কোলে ছিল শিশু। বাসের ধাক্কায় ছিটকে পড়ে সে। তার জেরেই প্রাণে বেঁচে গিয়েছে। নিত্যযাত্রীদের অভিযোগ, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নানা কারণে এখানে আসেন। কিন্তু কোনও নির্দিষ্ট বাস স্টপেজ নেই। যাত্রীরা রানিংয়ে ওঠেন এবং রানিংয়ে নামেন। একটা নির্দিষ্ট স্টপেজ দরকার।
এর আগে গত বছরের শেষদিন অর্থাৎ ৩১ ডিসেম্বর দুটি বাসের রেষারেষিতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে উত্তর কলকাতার তেলেঙ্গাবাগানে। রাস্তা পার হওয়ার সময়ে বারাসাত-হাওড়া এল-২৩৮ রুটের বাসে চাকায় পিষ্ট হন স্থানীয় বাসিন্দা এক মহিলা। গুরুতর আহত অবস্থায় আর জি কর হাসপাতালে ভর্তি তিনি। দুর্ঘটনার পরেই ধুন্ধুমার বেধে যায় এলাকায়। দুটি বাসেই ব্যাপক ভাঙচুর চলানো হয়। পিছনে থাকা অন্য একটি বাসেও ভাঙচুর চলে। বিক্ষোভের মুখে পড়ে পুলিশও।
আরও পড়ুন: India Bangladesh Border Chao: সীমান্তে লাগাতার উস্কানি, এবার বাংলাদেশে তুলে নিয়ে গিয়ে শ্রমিকদের অত্যাচারের অভিযোগ
আরও দেখুন