# Tags
#Blog

এবার ৫০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক, কী বলল RBI ?

এবার ৫০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক, কী বলল RBI ?
Listen to this article


Rs 5000 Note: ফের অতীতের পথে হাঁটতে চলেছে মোদি (PM Modi) সরকার। এবার থেকে রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank Of India) হাত ধরে আসছে ৫০০০ টাকার (Rs 5000 Note) নোট ? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) এই নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যা নিয়ে নিজেই খোলসা করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক (RBI)।  

দেশের এখন সর্বোচ্চ মুদ্রার মূল্য কত
২০০০ টাকার নোট ভারতে বন্ধ করার পর থেকেই নতুন করে এই ধরনের জল্পনা শুরু হয়েছে। বর্তমানে ভারতে সর্বোচ্চ মুদ্রার মূল্য ৫০০ টাকা। তাই নতুন করে ৫০০০ টাকার নোট ভারতে চালু হচ্ছে বলে সোশ্য়াল মিডিয়ায় খবর রটেছে। যা নিয়ে স্পষ্ট করে দিয়েছে দেশের মুদ্রা নীতি নির্ধারণকারী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

৫০০০, ১০০০০ টাকার নোট আগেও ছিল ভারতে
সোশ্যাল মিডিয়ায় ৫০০০ টাকার নোট নিয়ে আলোচনার মধ্যেই নিজেদের নীতি স্পষ্ট করেছে আরবিআই। তবে উচ্চমূল্যের নোট ভারতে নতুন নয়। ১৯৪৭ সালে স্বাধীনতার পর থেকে ৫০০০ ও ১০০০০ টাকার নোট প্রচলিত ছিল। ১৯৫৪ সালে ৫০০০ টাকার নোট ভারতের মুদ্রার অন্তর্ভুক্ত ছিল। ১৯৭৮ সালে প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন সরকার সব ১০০০, ৫০০০ ও ১০০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এর আগে এই উচ্চ-মূল্যের নোট প্রায় ২৪ বছর ভারতে প্রচলিত ছিল। 

রিজার্ভ ব্যাঙ্ক কী বলছে
RBI একটি নতুন সবুজ ৫০০০ টাকার নোট সম্পর্কে ইতিমধ্যেই স্পষ্ট করেছে। স্পষ্টীকরণে কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটগুলিতে প্রচারিত এই খবর মিথ্যা। এই গুজবের কোনও সত্যতা নেই বলে স্পষ্ট করা হয়েছে রিজার্ভ ব্য়াঙ্কের তরফে। শুধুমাত্র ২০০০ টাকার নোট প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে RBI। সবুজ ৫০০০ টাকার নোট নিয়ে মিথ্যা খবর প্রচার হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

বর্তমানে ভারতে কী কী নোট রয়েছে
দেশে এখন ৫০০, ২০০, ১০০, ৫০, ২০ ও ১০ টাকার নোট প্রচলিত রয়েছে। বর্তমানে মোদি সরকার ভারতে ডিজিটাল পেমেন্টের গুরুত্ব বাড়িয়েছে।  ডিজিটাল পেমেন্ট সিস্টেমে লেনদেন করতে দেশবাসীকে উৎসাহ জোগাচ্ছে কেন্দ্রীয় সরকার। ইউপিআই, সাইবারস্পেস ব্যাঙ্কিং এবং ডিজিটাল ওয়ালেট এখন নোটের বিকল্পের জায়গা নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক বলেছে, টাকার খবরের বিষয়ে শুধুমাত্র সরকারি সূত্রের তথ্য বিশ্বাস করবেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে বিভ্রান্ত হবেন না। 

Gold Price 2025 : ‘২৪- এ লাভ দিয়েছে, ২০২৫ সালে প্রফিট পাবেন সোনায় ? বিশেষজ্ঞরা কী বলছেন ?

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal