# Tags
#Blog

পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন

পুলিশের ভূমিকায় অসন্তুষ্ট পুলিশমন্ত্রী মমতা! TMC নেতার মৃত্যুর জন্য গাফিলতির অভিযোগ তুললেন
Listen to this article


কলকাতা: তিনি শুধু মুখ্যমন্ত্রী নন, পুলিশমন্ত্রীও। রাজ্য পুলিশের পরিচালনার দায়িত্বভার তাঁরই হাতে নিয়ন্ত্রিত হয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মুখেই এবার পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ।

বৃহস্পতিবারই মালদায় (Malda) গুলিবিদ্ধ হয়েছেন জেলা তৃণমূলের সহ সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর দুলাল সরকার। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁর মৃত্যু হয়। এদিন নবান্নে প্রশাসনিক বৈঠকে মমতা বলেন, ‘পুলিশের গাফিলতিতেই এটা হয়েছে। ওকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। ওর নিরাপত্তাও তুলে নেওয়া হয়েছিল। পুলিশ সক্রিয় হলে এটা হতো না।’

রাজ্যের (West Bengal) পুলিশি ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। মমতা এদিন জানিয়েছেন, কড়া হাতে পরিস্থিতি সামলাতে তৈরি তিনি। মমতা বলেন, ‘ইলেকশন কমিশন নিয়ম করে দিয়েছে তিন বছর অন্তর বদলি করতে হবে। তার বেশি কেউ এক জায়গায় থাকতে পারবে না। এই নিয়মের জালে আমরা ফেঁসে গিয়েছি। যে তিন বছরের জন্য কাজ করতে যাচ্ছে, সে ডিএম হোক বা এসপি, সে ভাবছে আমার তো ২-৩ বছরের কাজ। আমি আমারটা করে দিয়ে চলে যাই। আমার কী দরকার বাড়তি তৎপর হওয়ার। এখন থেকে নিয়ম করা হচ্ছে, কারও আমলে কোনও অনৈতিক কাজ হয়ে থাকলে বদলির পর সে যেখানেই থাকুক না কেন, তাকে ধরা হবে।’

মমতা যোগ করেন, ‘এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন, তা হলে কিন্তু জেলার উন্নতি হবে না। বিএসএফের সঙ্গে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন। কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ। পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে। কে কোথায় ঢুকছে। রাজীব কুমার আমাকে কিছু তথ্য দিয়েছে। স্থানীয়ভাবে কিছু তথ্য পাই।’ আরও বলেন, ‘পুলিশ প্রীতি আবার এক একজনের এক এক রকম। অনেক সৎ পুলিশ অফিসার আছে যারা খেটে কাজ করে। তাদের দিকে তোমরা নজর দাও না। লবি চলে। এই লোকটা আমার বন্ধু, ওকে প্রোমোশন দিতে হবে। যে কাজের লোক হবে, তাকে দিতে হবে। কোনও লবি চলবে না। লবি একটাই। মানুষের লবি।’

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal