‘৩ ব্যক্তির নাম জানি যারা নকল পরিচপত্র দিয়ে এরাজ্যে বাস করছে’, পোস্ট শুভেন্দুর
<p>সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর আইনজীবী রবীন্দ্র ঘোষের বাড়িতে কুণাল ঘোষ। একান্তে আলাপচারিতা রবীন্দ্র ঘোষ ও কুণাল ঘোষের। প্রথম তৃণমূল নেতা হিসেবে রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ কুণালের। আগামী ২ তারিখ সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণর জামিন শুনানিতে অংশ নেওয়ার কথা রবীন্দ্র ঘোষের। চট্টগ্রাম আদালতে এই শুনানি হওয়ার কথা।</p>
<p>এদিন সন্দেশখালির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, ‘দুষ্টু লোক কে ? এরাজ্যে সবথেকে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্য়ায়। হাজি নুরুলের মনোনয়ন ত্রুটিপূর্ণ। সেই কারণে মামলা করেছে রেখা পাত্র। ১৫ জানুয়ারি পরের শুনানি। নিশ্চিন্ত থাকুন বিজেপির সাংসদ হবেই। এরাজ্যে বিজেপির সরকার হবে। সন্দেশখালির মহিলাদের জেল খাটানোর জন্য জেল খাটতে হবে মমতাকেও’। </p>
<p>সোমবার সন্দেশখালিতে এসে ‘দুষ্টু লোক’দের থেকে টাকা না নেওয়ার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই সন্দেশখালিতে এসেই শুভেন্দুর পাল্টা কটাক্ষ- ‘দুষ্টু লোক কে ? এরাজ্যে সবথেকে বড় দুষ্টু লোক মমতা বন্দ্যোপাধ্য়ায়’। </p>
<p>চট্টগ্রাম জেলে বন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। ‘বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, অকথ্য নির্যাতন। নতুন বছরে যেন তার অবসান ঘটে’, এই প্রার্থনা জানিয়ে বছর শেষের দিন বিশেষ সভার আয়োজন করেছে ইসকনের কলকাতা শাখা। বেলা ১২টায় বালিগঞ্জের অ্যালবার্ট রোডে প্রার্থনা সভা। </p>
<p>বর্ষবরণের উদ্‍যাপনে ব্যস্ত কলকাতা। তার আগে, যানজট, দুর্ঘটনা এড়াতে তৎপর পুলিশ প্রশাসন। বর্ষশেষের রাতে প্রায় সাড়ে চার হাজার পুলিশ রাস্তায় থাকবে। শহরের ৫০টি জায়গায় নাকা তল্লাশি চলবে। শুধু পার্ক স্ট্রিটেই থাকছে ১০টি ওয়াচ টাওয়ার। নজরদারির জন্য থাকছে কলকাতা পুলিশের বিশেষ টিম। আজ বিকেল ৪টে থেকে আগামীকাল ভোর সাড়ে চারটে পর্যন্ত যান নিয়ন্ত্রণ। </p>
<p>জঙ্গি ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ-যোগে মুর্শিদাবাদ থেকে একের পর এক গ্রেফতার। নবাবের শহরে বাড়তি নজরদারি পুলিশের। শীতের মরশুমে পর্যটকে ঠাসা মুর্শিদাবাদ জেলা। ইতিহাসের শহরে একাধিক পর্যটন কেন্দ্র। নিরাপত্তা সুনিশ্চিত করতে গতকাল থেকেই বিভিন্ন হোটেলে নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। মুর্শিদাবাদের লালবাগ, মতিঝিল, হাজারদুয়ারি থেকে শুরু করে নানা জায়গায় চলছে অভিযান, সঙ্গে নিরাপত্তার কড়াকড়ি। হোটেলে তল্লাশি চালানোর পাশাপাশি, যাচাই করা হচ্ছে রেজিস্টার। অপ্রীতিকর বা সন্দেহজনক কিছু দেখলে, দ্রুত পুলিশকে জানাতে বলা হচ্ছে। </p>
<p>এবার রাজ্য পুলিশের STF-এর হাতে গ্রেফতার ABT জঙ্গি শাদ রাডির ভাই সাজিবুল ইসলাম। গ্রেফতার শাদের বন্ধু মুস্তাকিম মণ্ডল। গতকাল মুর্শিদাবাদের নওদা থানা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। সাজিবুল নওদার দুর্লভপুরের বাসিন্দা, মুস্তাকিম পাশের ভোলাগ্রামের বাসিন্দা। জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই ২ জনকে। ২ জনের বিরুদ্ধে নওদা থানায় অভিযোগ দায়ের হয়েছে।</p>
Source link