<p>ABP Ananda LIVE:" বৈঠকে বলতে বাধার অভিযোগ মমতার, খারিজ নীতি আয়োগের সিইও-র । ‘বর্ণানুক্রম অনুযায়ী অনেক পরে বলার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর’ । ‘মমতা বন্দ্যোপাধ্যায় তাড়াতাড়ি কলকাতায় ফিরতে হবে বলায় আগে ডাকা হয়’ । ‘প্রতিরক্ষামন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুজরাতের আগে বলতে ডাকেন’ । ‘প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রীকে ৭ মিনিট করে সময় দেওয়া হয়েছিল’ ।’ঘড়ি দেখাচ্ছিল বক্তব্যের সময় শেষ হয়ে গিয়েছে’। ‘সময় শেষ হয়ে যাওয়ার পরে বেলও বাজানো হয়নি’ । মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ খারিজ করে দাবি নীতি আয়োগের সিইও-র। ‘বাংলার বঞ্চনা মানছি না, নীতি আয়োগের বৈঠক বয়কট করে ঠিক করেছি’ । ‘বাংলার বঞ্চনা শুনতেই চায় না, তাহলে আর বৈঠকে থেকে কী করব’ । আমি ৬ মিনিটও বলিনি, অন্তত আধ ঘণ্টা বলতে দিতে হত: মমতা বন্দ্যোপাধ্যায় । সম্মান না করলেও কাউকে অসম্মান করা ঠিক নয়, মোদি সরকারকে নিশানা মমতার ।&nbsp;</p>



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *