# Tags
#Blog

BJP প্রার্থীর বাড়িতে উদ্ধার বিপুল মাদক ! বিজেপি শাসিত রাজ্য়ে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী

BJP প্রার্থীর বাড়িতে উদ্ধার বিপুল মাদক ! বিজেপি শাসিত রাজ্য়ে গিয়ে আক্রান্ত কেন্দ্রীয় বাহিনী
Listen to this article



<p><strong>প্রসেনজিৎ সাহা, ত্রিপুরা:&nbsp;</strong> বিজেপি শাসিত রাজ্য়ে অভিযানে গিয়ে আক্রান্ত হল কেন্দ্রীয় বাহিনী।&nbsp;গোটা দেশেই সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি সবসময়েই থাকে। কখনও বিমানবন্দরে , কখনও কাঁটাতারে বারবার মাদক পাচারের পর্দাফাঁসের ঘটনা ঘটেছে। পাকড়াও হয়েছে পাচারকারী। তবে এবারের ঘটনা একেবারেই ভিন্ন। উঠেছে ভয়াবহ অভিযোগ। এবার ত্রিপুরায় পঞ্চায়েতের বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদক হয়েছে।ত্রিপুরায় পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমান মাদক দ্রব্য়। অভিযান শেষে ফেরার সময় আক্রান্ত হতে হল পুলিশ ও BSF-কে।&nbsp;</p>
<p><strong>&nbsp;মাদক উদ্ধার হতেই পলাতক BJP প্রার্থী</strong></p>
<p>গোপন সূত্রে খবর পেয়ে, বড় নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর আসনের বিজেপি প্রার্থী বাচচু ও তাঁর ভাই ইমান মিয়ার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ ও BSF. স্থানীয় সূত্রে খবর, ২ জন একই বাড়িতে থাকেন। সেই বাড়ি থেকে পাওয়া যায় প্রায় ৩৫ কেজি গাঁজা, ৩ হাজার ৭৬০টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। পুলিশের দাবি, ফেরার সময় তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন BSF-এর গাড়ির চালক। বিজেপি কাদের প্রার্থী করেছে ? এই ঘটনা তারই প্রমাণ ! কটাক্ষ করেছে সিপিএম। যদিও এনিয়ে এখনও বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।</p>
<p><strong>পূর্বস্থলীতে বিজেপি নেতার বাড়ি আগ্নেয়াস্ত্র বোমা উদ্ধার</strong></p>
<p>তবে শুধু ত্রিপুরা নয়, এমন অপরাধের সাক্ষী পশ্চিমবঙ্গও। যদিও সেটা মাদক উদ্ধার নয়, আগ্নেয়াস্ত্র উদ্ধারে নাম জড়িয়েছে বিজেপির।&nbsp; গতবছর, সম্পত্তি নিয়ে ভাইয়ে-ভাইয়ে অশান্তি, তদন্তে গিয়ে পূর্বস্থলীতে (Purbastholi) বিজেপি (BJP) নেতার বাড়ি আগ্নেয়াস্ত্র (Arms)-বোমা (Bomb) উদ্ধার হয়েছিল।&nbsp; ৩টি আগ্নেয়াস্ত্র ও ৬টি সকেট বোমা উদ্ধার করেছিল নাদনঘাট থানার পুলিশ।</p>
<p>আরও পড়ুন, <a title="সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ১, ভর্তি করা হল হাসপাতালে" href="https://bengali.abplive.com/district/kolkata-girish-park-fire-breaks-out-near-girish-park-thana-and-hospitalised-one-1084841" target="_self">সাতসকালে গিরিশ পার্কে অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ ১, ভর্তি করা হল হাসপাতালে</a></p>
<p><strong>বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা</strong></p>
<p>বিজেপি নেতার বাড়িতে গেলে তাঁর ভাইরাই অস্ত্র ও বোমা মজুতের কথা জানান বলে পুলিশের দাবি। পারিবারিক বিবাদের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিজেপি নেতার ছেলে ও দুই ভাইকে। বোমা, অস্ত্র মজুতের ঘটনায় বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে পুলিশ। তৃণমূলের (TMC) কটাক্ষ, বিজেপির ঘরেও যে বোমা মেলে, এবার তা <a title="রাজ্যপাল" href="https://bengali.abplive.com/topic/governor" data-type="interlinkingkeywords">রাজ্যপাল</a>ের এসে দেখে যাওয়া উচিত। যদিও বিজেপির দাবি ছিল, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গোটা ঘটনা ঘিরে শুরু হয় তীব্র রাজনৈতিক চাপানউতোর।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1722041330435000&amp;usg=AOvVaw2XSRZvqwJj22ilEeP67_9K">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">&nbsp;</div>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal