# Tags
#Blog

Comedian Sunil Pal Missing: হঠাত্ নিখোঁজ মুম্বইয়ের জনপ্রিয় কমেডিয়ান, গভীর রাতে বাড়িতে এল ফোন…

Comedian Sunil Pal Missing: হঠাত্ নিখোঁজ মুম্বইয়ের জনপ্রিয় কমেডিয়ান, গভীর রাতে বাড়িতে এল ফোন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আচমকাই নিখোঁজ কমেডিয়ান সুনীল পাল। মঙ্গলবার তিনি শো করতে মুম্বইয়ের বাইরে যান। স্ত্রীকে বলে যান মঙ্গলবার ফিরে আসবেন। কিন্তু ঘরে ফেরেননি সুনীল। এমনকি মঙ্গলবার রাত পর্যন্ত তাঁকে ফোন করেও পাননি তাঁর স্ত্রী। এরপরই সুনীলের স্ত্রী সরিতা সান্তাক্রুজ থানায় একটি নিখোঁজ ডাইরি করেন। শুরু হয়ে যায় হইচই।

আরও পড়ুন-সপ্তাহের মাঝে ভোগাবে বৃষ্টি, তাপমাত্রা নেমে যাবে আরও ৩ ডিগ্রি

এদিকে মঙ্গলবার গভীর রাতে স্ত্রীকে নিজেই ফোন করেন সুনীল। স্ত্রীকে বলেন, মঙ্গলবার রাতেই কিংবা বুধবার তিনি ঘরে ফিরবেন। পুলিস সূত্রে খবর, যেহেতু সুনীল ফোন করেছিলেন ও নিজেই ফিরবেন বলেছেন তাই তাঁর স্ত্রী নিখোঁজের অভিযোগ তুলে নিয়েছেন। এনিয়ে সুনীলের সঙ্গে কথা বলা হবে। অন্যদিকে, সংবাদমাধ্য়মে সুনীলের স্ত্রী সরিতা বলেন, সুনীল ফোন করেছিলেন। তার সঙ্গে কথা হয়েছে। পুলিসের সঙ্গেও তিনি কথা বলবেন।

২০০৫ সালে দ্যা গ্রেট ইন্ডিয়ান লাফচার চ্যালেঞ্জ-এ প্রথম নজরে আসেন সুনীল। তার পর থেকে আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। হাম তুম(২০০৪) ও ফের হেরাফেরির(২০০৬) মত ছবিতে অভিনয়ও করেছেন। ২০১৭ সালে সুনীল পরিচালক আনিস বাজমির সঙ্গে এক বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি দাবি করেন,  আনিস তাঁর পাওয়া ২১ লাখ টাকা দিচ্ছেন না। এনিয়ে প্রচুর জলঘোল হয়।

২০২১ সালে পুলিসের ঝামেলায় জড়িয়ে পড়েন  সুনীল। কোভিডের সময়ে যেসব চিকিত্সক কাজ করেছেন তাদের বিরুদ্ধে বিপজ্জনর মন্তব্য় করার অভিযোগ ওঠে সুনীলের বিরুদ্ধে। এনিয়ে তাঁর বিরুদ্ধে মামলা করে পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal