জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঞ্চে তখন নাটক চলছে। অভিনেতারা জোরদমে দর্শকদের মনরঞ্জন করাতে ব্যস্ত। রামায়ণে রাক্ষসের চরিত্রে অভিনয় করা এক ব্যক্তির কাণ্ডে হতভম্ব সকলেই। অভিনেতা স্টেজে উঠে আচমকাই এক জ্যান্ত শূকরের পেট চিঁড়ে তার মাংস খায়। ঘটনার পর পুলিস তাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটে, ওড়িশার গঞ্জাম জেলায়।
ঘটনাটি রাজ্যব্যাপী ক্ষোভের জন্ম দেয় এবং এমনকী সোমবার বিধানসভায় এনিয়ে তীব্র নিন্দা করা হয়। অভিযুক্ত অভিনেতা ছাড়াও নাটকের অন্যতম উদ্যোক্তা বিম্বধর গৌড়াকেও প্রাণীদের প্রতি নিষ্ঠুরতা এবং বন্যপ্রাণী সুরক্ষা আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়। বিধানসভায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ক্ষমতাসীন বিজেপি সদস্য বাবু সিং এবং সনাতন বিজুলি।
ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়। নেটিজেনরা ক্ষোভে ফেটে পড়ে। দুজনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জানায় সবাই। পশু অধিকার কর্মীরাও এর নিন্দা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। বহরমপুরের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) সানি খোকার বলেন, ‘আমরা সেই ব্যক্তিদেরও খুঁজছি যারা থিয়েটারে সাপ প্রদর্শন করেছিল। তাদেরকেও শীঘ্রই গ্রেফতার করা হবে।’
আরও পড়ুন:Nargis Fakhri Sister Arrested: প্রাক্তন প্রেমিককে জীবন্ত পুড়িয়ে মারল নার্গিস ফাকরির বোন! গ্রেফতার…
হিঞ্জিলি থানার ইনচার্জ শ্রীনিবাস শেঠি জানিয়েছেন, থিয়েটার অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যে শূকর মেরেছিল এবং থিয়েটারে তার মাংস খেয়েছিল এবং ইতোমধ্যেই তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, নাটকে দর্শকদের আকৃষ্ট করার জন্য, থিয়েটার গ্রুপ সাপ প্রদর্শন করেছিল। কিন্তু সেই সময় ওই অভিনেতা, যে রাক্ষসের চরিত্রে অভিনয় করেছিল তিনি একটি ছুরি দিয়ে একটি জীবন্ত শূকরের পেট ছিঁড়েছিল, যা মঞ্চের ছাদে বাঁধা ছিল। সবার সামনে শূকরের কাঁচা মাংস খেয়েছিল। গ্রামে কাঞ্জিয়ানাল যাত্রা উপলক্ষে একদল গ্রামবাসী থিয়েটারের আয়োজন করে।
উল্লেখ্য, এর আগে লাইভ কনসার্ট চলাকালীন স্টেজেই মুরগির গলা কেটে রক্তপান করেছেন বলে অভিযোগ ওঠে অরুণাচল প্রদেশের গায়ক কন ওয়াই সনের বিরুদ্ধে। জানা গিয়েছে, গত ২৭ অক্টোবর ইটানগরে ছিল কন ওয়াই সনের কনসার্ট। সেখানেই নাকি এমন ঘটনা ঘটেছে। অভিযোগ, মঞ্চে গান গাইছিলেন কন ওয়াই সন। আচমকাই মুরগির গলা কেটে দেন। সেই রক্ত এক পাত্রে ভরে নিয়ে পান করতে থাকেন। হাত তুলে আবার দর্শকদেরও পাত্রটি দেখান। ঘটনাস্থলে পৌঁছেই শিল্পী কন’কে গ্রেফতার করে ইটানগর থানার পুলিস।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)