# Tags
#Blog

‘এই সরকার বেশিদিন চলবে না, আমি ফাঁস করব’! বিস্ফোরক দাবি কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশের

‘এই সরকার বেশিদিন চলবে না, আমি ফাঁস করব’! বিস্ফোরক দাবি কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশের
Listen to this article


প্রকাশ সিন্হা ও দীপক ঘোষ, কলকাতা: ‘এই সরকার বেশিদিন চলবে না, আমি ফাঁস করব’, ফের চাঞ্চল্যকর দাবি কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্রের। ২৫ নভেম্বর আসানসোল আদালতে কয়লা পাচারকাণ্ডে ধৃত বিকাশ মিশ্র সহ ৪৯ জনের বিরুদ্ধে সিবিআই মামলায় চার্জ গঠনের কথা ছিল। একদিন আগে ২৪ নভেম্বর বিকাশ মিশ্রকে পকসো মামলায় গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ।

আজ পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বিকাশ মিশ্রকে পেশ করা হয় আলিপুরের পকসো আদালতে। আদালতে ঢোকার সময় ফের চাঞ্চল্যকর দাবি বিকাশ মিশ্রের। মুখ বন্ধ করতে বিকাশ মিশ্রের মুখে হাত দিতেও দেখা যায় একজনকে। বিকাশ মিশ্রকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন আলিপুর পকসো আদালতের বিচারক। আদালত এই মামলায় পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়ায় আপাতত আটকে গেছে চার্জ গঠন। 

রবিবারের পর বৃহস্পতিবার ফের চাঞ্চল্যকর দাবি করলেন কয়লা পাচারকাণ্ডে অভিযুক্ত বিকাশ মিশ্র। সোমবার অর্থাৎ ২৫ নভেম্বর, আসানসোল আদালতে, কয়লা পাচারকাণ্ডে ধৃত বিকাশ মিশ্র-সহ ৪৯ জনের বিরুদ্ধে, CBI-এর মামলার চার্জ গঠন হওয়ার কথা ছিল। তার ঠিক একদিন আগে, রবিবার এই মামলায় অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে ‘পকসো’ মামলায় গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ।

বৃহস্পতিবার পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় বিকাশ মিশ্রকে আলিপুরের পকসো আদালতে পেশ করা হয়। আদালতে ঢোকার সময়ই, রাজ্য় সরকার সম্পর্কে চাঞ্চল্যকর মন্তব্য করেন বিকাশ। নবমী পুজোটা শেষ আছে সরকারের কিন্তু এবার, ঠিক যেমনটা করেছিলেন রবিবার আদালত থেকে বেরনোর সময়। কয়েকজনের গোপন জবানবন্দি রেকর্ড করাতে চাই। তাই আবার হেফাজতে নেওয়া প্রয়োজন। 

আরও পড়ুন, রাত পেরোলেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে অতি গভীর নিম্নচাপ ! আগামীকাল কেমন আবহাওয়া দক্ষিণবঙ্গে ?

আদালত থেকে বের করে নিয়ে যাওয়ার সময় ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিকাশ মিশ্র। এই সরকার বেশিদিন চলবে না কিন্তু। আমি ফাঁস করেই থাকব। এই সরকারের আমি ফাঁস করেই থাকব। এদিন, আদালত থেকে বের করার সময় পিছনের গেট থেকে বের করা হয়। মুখ বন্ধ করতে, একজনকে বিকাশ মিশ্রর মুখে হাত দিতেও দেখা যায়। বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন,’ ওরা দুষ্কৃতী। তৃণমূল সংগঠন এদের নিয়ে তৈরি। এদের উপর ভরসা করা যায় না। আবার হতে পারে সরকারের ভিতরের কথা জানে।’ বৃহস্পতিবার আলিপুরের পকসো আদালতের বিচারক বিকাশ মিশ্রকে ২ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal