# Tags
#Blog

Chinmoy Das Arrest| Bangladesh: ইস্কনকে নিষিদ্ধের দাবির মধ্যেই চট্টগ্রামে সংখ্যালঘু এলাকায় হামলা, ইন্দিরার অভাব বোধ করছেন হিন্দুরা!

Chinmoy Das Arrest| Bangladesh: ইস্কনকে নিষিদ্ধের দাবির মধ্যেই চট্টগ্রামে সংখ্যালঘু এলাকায় হামলা, ইন্দিরার অভাব বোধ করছেন হিন্দুরা!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার চট্টগ্রাম ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে সংঘর্যে নিহত হয়েছেন সরকারি আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এদিন রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার ইস্কনের সাধু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জেল হেফাজতের নির্দেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। তার পরই পুলিস ও চিন্ময় কৃষ্ণ দাসের অনুগামীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়। তার জেরেই মৃত্যু হয় ওই আইনজীবীর। আর ওই ঘটনার পরই ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ করার দাবিতে ময়দানে নেমে পড়ছে হেফাজতে ইসলাম-সহ বাংলাদেশের একাধিক সংগঠন। গতকালই আইনজীবী হত্যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশে যোগ দেন বহু মানুষ। এতে আতঙ্কের সৃষ্টি হয়েছে দেশের সংখ্যালঘু মহলে। সংখ্যালঘুদের উপরে হামলা হয়েছে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়।  এরকম এক পরিস্থিতিতে ‘ভয়েস অব বাংলাদেশি হিন্দু’ নামে একটি হ্যাল্ডল থেকে ইন্দিরা গান্ধীকে স্মরণ করা হয়েছে।

আরও পড়ুন-শরীরে একাধিক আঘাতের চিহ্ন-ছ্যাঁকার দাগ, বাড়ির পাশেই পুকুরপাড়ে মিলল নিখোঁজ শিশুর দেহ

‘ভয়েস অব বাংলাদেশি হিন্দু’ নামে ওই হ্যান্ডল থেকে করা একটি পোস্ট প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীরে ছবি দিয়ে লেখা হয়েছে, এই খারাপ সময়ে আমরা ওঁর অভাব বোধ করছি। উনি ছিলেন আয়রন লেডি। উল্লেখ্য, পূর্ব পাকিস্তানে পাক সেনার অত্যাচারে নিহত হন হাজার হাজার মানুষ। আতঙ্কে দেশছাড়া হয়ে ভারতে আশ্রয় নেন কয়েক কোটি উদ্বাস্তু। সেইসময় পূর্ব পাকিস্তানের অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ান ভারতের তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বাংলাদেশ।

এদিকে গতকাল আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যার পর হেফাজতে ইসলামের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী ইস্কনের কর্মী-সমর্থকেরা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী আক্রমণ চালিয়ে সরকারি আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে। ভারতের উস্কানি ও মদতে এই অরাজকতা তৈরি করা হয়েছে বলে আমরা মনে করি। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার করে শহিদ সাইফুল হত্যার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে সরকারকে। সন্ত্রাসী কার্যক্রমের দায়ে হিন্দুত্ববাদী ইস্কনকে নিষিদ্ধ করতে হবে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘ভারতের কোনো ফাঁদে পা না দিতে সাধারণ সনাতনী হিন্দু ভাইবোনদের প্রতি আমরা আহ্বান করছি। আর যারা ভারতের চক্রান্তের সঙ্গে এক হয়ে দেশবিরোধী অরাজকতা তৈরি করতে সক্রিয়, তাদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে আইনের শাসন প্রতিষ্ঠার নজির দেখাতে হবে সরকারকে।’

ইস্কনকে নিষিদ্ধ করার দাবি এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি অবস্থা জারির নির্দেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। বুধবার সংবাদমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারাহ মাহবুব ও দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চে ওই নির্দেশ প্রার্থনা করেন আইনজীবী মনিরুজ্জামান। আইনজীবী সইফুল ইসলাম হত্যার ‘শোককে সম্প্রীতির শক্তিতে বলিয়ান’করতে ঢাকায় কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য আজ দুপুর ২টোয় কেন্দ্রীয় শহিদ মিনারে শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। পাশাপাশি, আইনজীবী হত্যার পেছনে যারা রয়েছে তাদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন দেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নাহিদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি-দাওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা-সমাবেশে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে।

এদিকে, গতকাল চট্টগ্রামে পুলিস-আধা সেনার টহল সত্বেও হিন্দুদের উপরে আক্রমণ অব্যাহত। শহরের হাজারি গলি এলাকায় গতকাল সংখ্যালঘুদের ব্যবসা প্রতিষ্ঠান-বাজারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।  শহরের কোতওয়ালি থানার পেছনে সতীশবাবু লেনে একটি মন্দিরের উপরে হামলা চালানো হয়। দেওয়া হয় উস্কানিমূলক স্লোগান। হামলা থেকে রেহাই পায়নি বেশকিছু বাড়িঘর। চট্টগ্রামের হিন্দু অধ্যুসিত পাথরঘাটা, ফিরিঙ্গিবাজার, দেওয়াঞ্জী পুকুর পাড়, হেম সেন লেন, চটেশ্বরী কালীবাড়ি,  জামালখান রোড, আসকারদিঘি, দেওয়ানবাজার, নন্দন কানন, সদরঘাট, নালাপাড়ার বাসিন্দারা চরম আতংকে রয়েছেন। এইসব এলাকায় পুরুষরা অনেকেই এলাকাছাড়া।

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারির আঁচ পড়েছে ভারতেও। ইতিমধ্যে ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে কেন্দ্রের তরফে। একই সঙ্গে ঘটনায় উদ্বেগ জানানো হয়েছে ভারতের তরফে। পরিস্থিতির উপর ভারতের তরফে নজর রাখা হচ্ছে। গতকালই এনিয়ে একটি বিবৃতি দেয় বিদেশ মন্ত্রক।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal