জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের জেদ্দায় দু’দিন ধরে চলল আইপিএল মেগা নিলাম (IPL 2025 Auction)। বাকি ৯ দলের মতোই কলকাতা নাইট রাইডার্সও (Kolkata Knight Riders) দল গুছিয়ে নিয়েছে। প্রথম দিন হাত গুটিয়ে থাকলেও দ্বিতীয় দিনে চালিয়েই খেলেছে শাহরুখ খানের (Shah Rukh Khan) আইপিএল টিম। নিলামের আগে সুনীল নারিন, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা ও রমনদীপ সিংকে ধরে রেখেছিল শাহরুখ খানের টিম। তবে তারা ছেড়ে দিয়েছিল ‘ঘরের ছেলে’ নীতীশ রানাকে (Nitish Rana)। কেকেআর (KKR) ৫১ কোটি টাকা নিয়ে বাজার করতে নেমে ১৫ জন ক্রিকেটারকে কিনেছে।
আরও পড়ুন: বিধ্বংসী ব্যাটার থেকে এক্সপ্রেস পেসার, আগুনে ২১ নাইট চূড়ান্ত! কেমন হল কলকাতার দল?
বিধ্বংসী ব্যাটার থেকে এক্সপ্রেস পেসারদের দলে নেওয়া হয়েছে। তবে নিলামে নীতীশের যখন নাম উঠেছিল, তখন তাঁর পুরনো টিম ফিরেও তাকায়নি তাঁর দিকে। নীতীশের প্রতি কেকেআরের এই ব্য়বহার মেনে নিতে পারেননি তাঁর স্ত্রী সাচি মারওয়া রানা! তিনি নাম না করেই তোপ দাগলেন শাহরুখদের ম্য়ানেজমেন্টের বিরুদ্ধে! ২০১৮ থেকে কেকেআরের সঙ্গে ছিলেন নীতীশ! কিন্তু এবার বদলে গিয়েছে দল। কলকাতায় নীতীশের পারিশ্রমিক ছিল ৮ কোটি টাকা। সেখানে তিনি নতুন দল রাজস্থান রয়্য়ালসে পাবেন ৪ কোটি ২০ লক্ষ টাকা। এক কথায় প্রায় অর্ধেক বেতনেই নীতীশ খেলবেন আইপিএল। নীতীশপত্নী সাচি রাগে ফুঁসছেন…
তিনি এক্স হ্য়ান্ডেলে একটি কার্ড পোস্ট করেছেন। তার সঙ্গেই স্বামীর নাম হ্য়াশট্য়াগ দিয়ে লিখে একটি রাজমুকুট জুড়ে দিয়েছেন ক্য়াপশনে। কার্ডে লেখা আছে, ‘Loyalty is very expensive, not everyone can afford it.’ বাংলায় যা তর্জমা করলে দাঁড়ায়, ‘আনুগত্য খুব ব্যয়বহুল, সবাই তা বহন করতে পারে না।’ সাচি ঠারেঠোরে বুঝিয়ে দিলেন যে, নীতীশ কেকেআরের প্রতি যে আনুগত্য দেখিয়েছে, তা কেকেআর দেখাল না। ২০২২ সালের আইপিএল চোটের কারণে খেলা হয়নি শ্রেয়স আইয়ারের। তাঁর পরিবর্তে অধিনায়ক হয়েছিলেন নীতীশ। ৪ ম্য়াচে ১২ পয়েন্ট তুলে লিগ তালিকায় সাতে শেষ করেছিল নীতীশের কেকেআর।
আরও পড়ুন: ১৩ বছরেই কোটিপতি, বৈভব আদৌ আইপিএলে খেলতে পারবে তো? কেন উঠছে হাড়পরীক্ষার কথা!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)