# Tags
#Blog

চিটফান্ড কাণ্ডের তদন্তে তৎপর ইডি, সকাল থেকে শহরের একাধিক জায়গায় অভিযান

চিটফান্ড কাণ্ডের তদন্তে তৎপর ইডি, সকাল থেকে শহরের একাধিক জায়গায় অভিযান
Listen to this article


ছাব্বিশের ভোটের আগে সংগঠনে জোর। জাতীয় কর্মসমিতির বৈঠকে তৃণমূলে আরও গুরুত্ব প্রবীণদের। দিল্লিতে কীর্তি আজাদদের সঙ্গে বলার দায়িত্বে অভিষেক। (TMC News)

১ থেকে বেড়ে তৃণমূলে ৩টি শৃঙ্খলারক্ষা কমিটি। জাতীয় কর্মসমিতিতে থাকলেও একটিতেও নেই অভিষেক। বলতে পারবেন দিল্লিতে সংসদ বিষয়ে। (Abhishek Banerjee)

একের পর এক বেফাঁস মন্তব্যে বিড়ম্বনায় দল। শৃঙ্খলায় আরও কড়া মমতা। এক থেকে বেড়ে এবার ৩টি কমিটি। জাতীয় কর্মসমিতির সদস্যসংখ্যা বেড়ে ২৫। (Mamata Banerjee)

ডায়মন্ড হারবারে অভিষেকের ডক্টর্স মিটের দিনই ‘অপরাজিতা বিল’ নিয়ে রাস্তায় নামছে তৃণমূল। ৩০ নভেম্বর মিছিল, ধর্না। রাষ্ট্রপতির কাছে যাবে প্রতিনিধিদল। 

তৃণমূলের নতুন কর্মসমিতিতে এলেন বিমান, মানস, মালা, কল্যাণ, জাভেদ। শৃঙ্খলারক্ষা কমিটিতে আরও কড়াকড়ি। ৩বার নোটিসের জবাব না দিলেই সাসপেন্ড। 

বামেদের বিরুদ্ধে মমতার লড়াইকে সামনে রেখে এবার পথে নামছে তৃণমূল।  জেলায় জেলায় নব্যদের দলের ইতিহাস ও মমতার সংগ্রাম শেখানোর কর্মসূচি। 

অনুব্রতর নেতৃত্বেই চলবে বীরভূম তৃণমূল। জেল মুক্তির ২ মাস পরে সাক্ষাৎ, কেষ্টতেই আস্থা নেত্রীর। জানতে চাইলেন কেমন আছেন, কিছু বলার আছে কিনা। (Anubrata Mondal)

কালীঘাটে তৃণমূলের মেগা বৈঠক। মমতা, অভিষেক, সুব্রত বক্সি ছাড়া বলার সুযোগ পেলেন না আর কেউ। বাইরে বেরিয়েও মুখে কুলুপ।

পরপর ভোটে ভরাডুবি, বঙ্গ বিজেপিতে আরও তথাগত-সুর! আপসহীন রাজ্য সভাপতি চাই, বলছেন অনেকেই। (BJP News)

দিলীপ, তথাগত, অগ্নিমিত্রার পরে অর্জুন। ছাব্বিশের লক্ষ্যে সংগঠন নিয়েই সন্দেহ। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার বার্তা জিতেন্দ্রর। অর্জুন বললেন, “এখন যা অবস্থা তাতে ছাব্বিশের কীভাবে ক্ষমতায়?”

ছাপ্পা ভোট দিয়ে উপনির্বাচন জয়ের অভিযোগ, বিধায়কদের শপথ গ্রহণে থাকবে না বিজেপি। 

উপনির্বাচনে জোড়া ফুলের জয়, মহারাষ্ট্রে কংগ্রেসের ভরাডুবি। ছোঁয়া এড়াতে দিল্লিতে জোটের বৈঠকে গরহাজির তৃণমূল। পাল্টা ওয়াকফ নিয়ে সমাবেশের ডাক।

ওয়াকফ বিল নিয়ে সুর চড়াচ্ছে তৃণমূল। শনিবার রানি রাসমণি অ্যাভিনিউয়ে সমাবেশ। প্রধান বক্তা ফিরহাদ-কল্যাণ। বিধানসভাতেও আসছে বিরোধিতার প্রস্তাব। (Waqf Bill)

আদানি-ইস্যুতে উত্তপ্ত সংসদ। অধিবেশনের শুরুতেই মুলতুবি। যন্তরমন্তরে কংগ্রেসের বিক্ষোভ। বিরোধীদের আক্রমণে প্রধানমন্ত্রী। 

ঘুষ-কাণ্ডের অভিযোগে বিদ্ধ আদানি। চাপ বাড়াল কংগ্রেস শাসিত তেলঙ্গানা সরকার। ইয়ং ইন্ডিয়া স্কিল বিশ্ববিদ্যালয়ের জন্য ১০০ কোটির অনুদান প্রত্যাখ্যান। 

ফের ঝাড়খণ্ডের মসনদে হেমন্ত। শপথগ্রহণে যাচ্ছেন মমতা। বৃহস্পতিবারের অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ। সাড়া দিয়ে রাঁচি যাচ্ছেন তৃণমূল নেত্রী। 

মহারাষ্ট্রের মসনদ নিয়ে এবার লড়াই? বিপুল ভোটে জয়ের পরে মুখ্যমন্ত্রীর পদে নাম ঘোষণার তৎপরতা বিজেপির। মুম্বই যেতে পারেন শাহ। কুর্সি ছাড়তে নারাজ একনাথও।  

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার পার্থ ঘনিষ্ঠ অর্পিতারও জামিন। প্যারোলে থাকাকালীনই জামিন দিল ইডির বিশেষ আদালত। মুক্তি পাবেন আড়াই বছর পরে।

অর্পিতার জামিনের দিনই, পার্থ ঘনিষ্ঠ ব্যবসায়ী সন্তু গ্রেফতার। চাকরি চুরির লেনদেনে জড়িত থাকার অভিযোগ। নিজাম প্যালেসে জেরার পরে পাকড়াও। 

২ বছর পূর্তিতে নিজের হাতেই নিজের মূর্তির উদ্বোধন। বিতর্কের মুখে মূর্তি সরিয়ে তদন্তের নির্দেশ রাজ্যপালের। লোকদেখানো কমিটি, কটাক্ষ তৃণমূলের। 

ঢাকায় সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের গ্রেফতারিতে উত্তাল বাংলাদেশ। তীব্র নিন্দায় সুকান্ত। মুক্তি না দিলে আজ সীমান্তে অবরোধের ডাক শুভেন্দুর। 

২০২৫-এর ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আইসিএসই-র পরীক্ষা, শেষ ২৭ মার্চ।আইএসসি শুরু হচ্ছে ১৩ ফেব্রুয়ারি, শেষ ৫ এপ্রিল। স্কুলে বিধি পাঠাল কাউন্সিল। 



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal