# Tags
#Blog

IPL 2025 Auction: মল্লিকার পরের পর ভুল, লাখ লাখ টাকা গচ্চা গুজরাত-হায়দরাবাদের, মাথা ঠুকছেন মালিকরা

IPL 2025 Auction: মল্লিকার পরের পর ভুল, লাখ লাখ টাকা গচ্চা গুজরাত-হায়দরাবাদের, মাথা ঠুকছেন মালিকরা
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গতবছর আইপিএল মিনি নিলাম (IPL 2023 Auction) হয়েছিল দুবাইয়ে। সেবার প্রথম নিলামের আসর বসেছিল ভারতের বাইরে। যে কারণে এই ইভেন্ট ছিল ঐতিহাসিক। আরও একটি কারণে এই ইভেন্ট স্মরণীয় হয়েছিল। নিলামের সঞ্চালনা করেছিলেন মল্লিকা সাগর (Mallika Sagar)। সেবারই প্রথম আইপিএল সঞ্চালনায় ছিল কোনও মহিলামুখ। অভিজ্ঞ হিউ এডমিডেসের (Hugh Edmeades) জায়গায় এসেছিলেন মল্লিকা। আইপিএলের জন্মলগ্ন থেকে ২০১৮ পর্যন্ত রিচার্ড ম্যাডলির (Richard Madley) আইপিএল নিলাম সঞ্চালনা করেছিলেন। তারপর থেকে দায়িত্ব সামলান এডমিডস। তারপর আসেন মল্লিকা। 

গতবছর সঞ্চালনার দায়িত্ব নিপুণ হাতে সামলে মল্লিকা বিসিসিআই ও আইপিএল দলগুলির প্রশংসা কুড়িয়ে ছিলেন। যার সুবাদে জেদ্দায় চলতি দু’দিনের আইপিএল মেগা নিলামের (IPL 2025 Auction) দায়িত্বও পেয়েছেন মল্লিকা। তবে এবার মুম্বইয়ে জন্মানো মেয়ে পরের পর ভুল করলেন! তাঁর ভুলের খেসারত দিতে গিয়ে লাখ লাখ টাকা গচ্চা গেল গুজরাত টাইটান্স ও সানরাইজার্স হায়দরাবাদের। মাথা ঠুকছেন মালিকরা! মল্লিকা এমনই ভুল করলেন যে, ২৫ লাখ চলে গেল গুজরাতের ও ৪০ লাখ গেল হায়দরাবাদের!

আরও পড়ুন: ছিলেন বিদেশের বিখ্যাত ফুটবল ক্লাবে! ৯.২৫ কোটিতে বিশ্বরেকর্ডধারী ভারতীয় মুম্বইয়ে…

নিলামের প্রথম দিন কী কী ভুল করলেন মল্লিকা? 

আসা যাক মল্লিকার প্রথম ভুলে। ইংল্যান্ডের তারকা উইকেটকিপার-ব্যাটার জস বাটলারের নাম তখন নিলামে উঠেছিল। লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে হাড্ডাহাড্ডি দড়ি টানাটানির শেষে বাটলারকে ১৫.৭৫ কোটি টাকায় দলে নেয় গুজরাত। মল্লিকার যদি ভুল না করতেন তাহলে ২৫ লাখ টাকা কমেই বাটলারকে পেয়ে যেত! এখন প্রশ্ন কীভাবে? বাটলারকে নিয়ে দুই দলের তুমুল দর হাঁকাহাকির সময়ে গুজরাত ১৫.৫০ কোটি টাকা দাম দেয়। এরপর মল্লিকা লখনউয়ের কাছে প্রশ্ন রাখে, তারা কি এই দাম ছাপিয়ে দাম দিতে চায়?বাটলারকে নিতে হলে লখনউকে ১৫.৭৫ কোটি দিতে হত। কিন্তু সঞ্জীব গোয়েন‌্কার টিম এর চেয়ে বেশি দাম দিতে রাজি ছিল না। এলএসজি জানিয়ে দেয় যে, তারা আউট। এসবের মাঝে মল্লিকা বলে বসেন যে, ১৫.৭৫ কোটি দাম উঠেছে বাটলারের। তাঁর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল যে, শুভমন গিলের টিম শেষ পর্যন্ত ১৫.৫০ কোটি দাম দিয়েছিল। লখনউ ১৫.৭৫ কোটি টাকা দিতে রাজি কি না, সেটাই ছিল তাঁর প্রশ্ন। কিন্তু বাটলারের দাম যেহেতু মল্লিকা ১৫.৭৫ কোটি টাকা বলে দিয়েছিলেন, সেহেতু বাটলারকে ১৫.৭৫ কোটিতে নেয় গুজরাত। নাহলে ১৫.৫০ কোটিতেই বাটলার হয়ে যেতেন শুভমন-রশিদদের সতীর্থ!

এবার আসা যাক মল্লিকার দ্বিতীয় ভুলে। তখন আনক্য়াপড অভিনব মনোহরের নাম উঠেছিল নিলামে। তরুণ বিস্ফোরক ভারতীয় ব্যাটারকে নিতে একাধিক দল আগ্রহ প্রকাশ করেছিল। বেঙ্গালুরু-চেন্নাই ঝাঁপিয়েছিল মনোহরকে নেওয়া জন্য়। তবে আরসিবি এরপর বেরিয়ে আসায় চেন্নাইকে লড়তে হয়ে গুজরাতের সঙ্গে। এরপর লড়াইয়ে ঢুকে পড়ে  কাব্য মারানের হায়দরাবাদও। অভিনবকে নিতে তারা ২.৪০ কোটি টাকা পর্যন্ত দাম দেয়। এবার চেন্নাই দর দিয়ে বসে  ২.৬০ কোটি টাকা। এরপর হায়দরাবাদ ২.৮০ কোটি টাকা দর দিলে চেন্নাই সরে আসে। আর এখানেই ভুল করেন মল্লিকা। এমনকী ক্ষমাও চেয়ে নেন। তিনি জানান যে, কলকাতা নাইট রাইডার্স ৩ কোটি টাকায় অভিনবকে নিতে রাজি হয়েছিল। কিন্তু তিনি তা কিছুটা দেরিতে দেখেন। মল্লিকার এই কথা শুনে ভেঙ্কি মাইসোররাও চমকে যান। কারণ কেকেআর অভিনবকে নিতেই চায়নি। তবে মল্লিকার ঘোষণার পরেই কাব্যরা ভাবেন যে, কেকেআর ৩ কোটি টাকা দাম দিয়েছে। ফলে এসআরএইচ শেষ পর্যন্ত ৩.২০ কোটি টাকা দামেই অভিনবকে দলে নেয়। হায়দরাবাদকে। মল্লিকার শুধু দেখার ও বোঝার ভুলেই ৪০ লাখ টাকা গচ্চা গেল হায়দরাবাদের।

আরও পড়ুন: নীতা মুখ ফেরাতেই ‘অবাধ‍্য’কে আপন কাব্যর! ১১.২৫ কোটিতে কমলা শিবিরে ‘পকেট ডায়নামো’

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal