রাজীব চক্রবর্তী: উত্তরবঙ্গ এবার উত্তর-পূর্বে! প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উত্তরবঙ্গের ৮ জেলাতে উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের অন্তর্ভুক্ত করার আজি জানালেন বিজেপি রাজ্য সভাপতি, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। বললেন, ‘আমার মনে হয়, রাজ্য সরকারের এতে আপত্তি থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব’।
আরও পড়ুন: Budget 2024| Abhishek Banerjee:’বাজেট বাংলা বিরোধী, জনগণ বিরোধী’!
সুকান্ত যে কেন্দ্রের সাংসদ, সেই বালুরঘাট উত্তরবঙ্গে। আবার উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রীও তিনি। সঙ্গে শিক্ষামন্ত্রকেরও। এদিন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই জানান, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত। প্রজেন্টেশন দিয়েছি, উত্তরবঙ্গের সঙ্গে উত্তর-পূর্ব কী কী মিল? যারফলে উত্তরবঙ্গকে উত্তর-পূর্ব অন্তর্ভুক্ত করা যেতে পারে। এবার প্রধানমন্ত্রী বিচার করবেন’।
কেন এমন প্রস্তাব? সুকান্ত বলেন, ‘আগামিদিনে যদি উত্তর-পূর্বের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হয়, তাহলে উত্তরবঙ্গে কেন্দ্রীয় প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে। এলাকার উন্নয়ন হবে। আমার মনে হয়, রাজ্য সরকারের এতে আপত্তি থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাব’।
আরও পড়ুন: Agniveer: প্রাক্তন অগ্নিবীরদের জন্য বড় ঘোষণা বিএসএফ-সিআইএসএফের
তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কটাক্ষ, ‘ওনার নিশ্চয়ই ভারতের ভূগোল সম্পর্কে জ্ঞান থাকা উচিত এবং আছেও। রাজনৈতিক কারণে বলতে পারেন। ভারতের উত্তর-পূর্ব ভু-ভাগে পশ্চিমবঙ্গ অবস্থিত নয়। পশ্চিমবঙ্গে একেবারেই পূর্বাঞ্চলীয় ভূ-ভাগে অবস্থিত’। বলেন, ‘পূর্বাঞ্চলের একটি রাজ্য় বিহার, তার জন্য যদি এত কোটি টাকা প্যাকেজ দিতে পারে, তাহলে পশ্চিমবঙ্গ বাদ কেন, এই প্রশ্ন করার মুরোদ সুকান্ত মজুমদারের নেই। প্রশ্ন করার হিম্মত নেই, অন্ধ্রপ্রদেশ দক্ষিণের একটি রাজ্য, তারা কেন হাজার হাজার কোটি টাকার বরাদ্দ পাবে, ২.৬৬ লক্ষ কোটি টাকা অন্ধ্রের গ্রামীণ উন্নয়নে বরাদ্দ করা হয়েছে, পশ্চিমবঙ্গের গ্রামীণ উন্নয়নে কেন বরাদ্দ বন্ধ থাকবে’?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)