# Tags
#Blog

বিরাট ধস আদানি গ্রুপের শেয়ারগুলিতে, ২০ শতাংশ পর্যন্ত পড়ল দাম; কী করবেন ?

বিরাট ধস আদানি গ্রুপের শেয়ারগুলিতে, ২০ শতাংশ পর্যন্ত পড়ল দাম; কী করবেন ?
Listen to this article


Gautam Adani: আমেরিকার নিউইয়র্ক আদালতে গৌতম আদানির বিরুদ্ধে মার্কিনি আধিকারিকদের ২৫ কোটি ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে এবং সে দেশের বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগও উঠেছে। ভারতের অন্যতম ধনকুবের গৌতম আদানির (Gautam Adani) বিরুদ্ধে এই অভিযোগের দরুণ আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর শেয়ার বাজারে আদানি গ্রুপের স্টকগুলিতে (Adani Group Stocks) বড় পতন এসেছে। ২০ শতাংশ পর্যন্ত পড়েছে শেয়ারগুলির দাম। ফলে পতন এসেছে সূচকেও। আদানি এনার্জি সলিউশনের শেয়ার আজ ২০ শতাংশ পতনে (Adani Group Stock Crash) খুলেছে আর তারপরেই লোয়ার সার্কিট লেগেছে এই স্টকে। ভারতের অন্যতম ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজের শেয়ারে ১০ শতাংশ পতন এসেছে আজ। এই স্টকেও লেগেছে লোয়ার সার্কিট, এছাড়াও আদানি পোর্টস, অম্বুজা সিমেন্টস, আদানি পাওয়ারের স্টকেও ১০ শতাংশ হারে পতন এসেছে।

বিরাট ধস আদানি গ্রুপের স্টকে

আজ বৃহস্পতিবার ২১ নভেম্বর বাজার খুলতেই বড় ধস নামে আদানি গ্রুপের শেয়ারে। এই গ্রুপের মোট ১০টি স্টকেই এসেছে বড় পতন। আদানি এনার্জি সলিউশনের স্টক ২০ শতাংশ পড়ে এসে নামে ৬৯৭.৭০ টাকায়, লোয়ার সার্কিট লেগেছে এই স্টকে। আদানি টোটাল গ্যাস শেয়ার ১৪ শতাংশ পড়ে এসে দাঁড়ায় ৫৭৭.৮০ টাকায়, আদানি গ্রিন এনার্জির শেয়ার ১৮ শতাংশ পড়ে এখন ট্রেড করছে ১১৫৯ টাকায়। এসিসির শেয়ারে ১০ শতাংশ পতন এসেছে আজ। লোয়ার সার্কিট লাগার পরে এই শেয়ার এখন ট্রেড করছে ১৯৬৬.৫৫ টাকায়। অম্বুজা সিমেন্টও লোয়ার সার্কিটে পড়ে গিয়েছে আজকের বাজারে।  

আদানি পোর্টস এবং এসইজেডের শেয়ারের দাম আজ ১০ শতাংশ পতনের পঅর ১১৬৬ টাকায় ট্রেড করছে, আদানি উইলমারের শেয়ার ট্রেড করছে ৩০১ টাকায়, ৮ শতাংশ পতনে। এনডিটিভির শেয়ারও আজ ৯.৯৪ শতাংশ পতন এসেছে, আদানি পাওয়ারের শেয়ারে আজ ১৫.৩৪ শতাংশ পতন এসেছে এবং এই শেয়ার এখন ট্রেড করছে ৪৪৩.৭০ টাকায়।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Gautam Adani: ২৫ কোটি ডলার ঘুষ দিতে চেয়েছিলেন, আমেরিকায় আইনি চাপে গৌতম আদানি

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal