# Tags
#Blog

শান্তনুকে পদ থেকে সরাতে স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের

শান্তনুকে পদ থেকে সরাতে স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের
Listen to this article



<p>ABP Ananda Live: এবার শান্তনু সেনকে পদ থেকে সরাতে স্বাস্থ্য ভবনে চিঠি সুদীপ্ত রায়ের। রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের মনোনীত সদস্য শান্তনু সেন। কারণ না দেখিয়েই রাজ্য মেডিক্যাল কাউন্সিলের শেষ ৩টি বৈঠকে গরহাজির ছিলেন শান্তনু। ৬টি বৈঠকে গরহাজির থাকায় মেডিক্যাল কাউন্সিলের আইন অনুযায়ী ওই পদটি এখন ফাঁকা। শান্তনুর জায়গায় ওই পদে নতুন কাউকে মনোনীত করা হোক। আর্জি জানিয়ে স্বাস্থ্য ভবনে চিঠি রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়ের।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায়, দুষ্কৃতীদের ব্যবহৃত স্কুটার উদ্ধার করল কলকাতা পুলিশ। বন্ডেল গেটের কাছে একটি গলি থেকে উদ্ধার হয়েছে স্কুটারটি। পুলিশ সূত্রে খবর, এই গলিতে স্কুটার রেখে রেল লাইন দিয়ে বালিগঞ্জের দিকে যেতে দেখা গেছে এক দুষ্কৃতীকে। CCTV-তে ধরা পড়েছে সেই দৃশ্য়।&nbsp;</p>
<p>স্কুটারে বসিয়েই অপারেশনে পাঠানো হয়েছিল শ্য়ুটারকে। কিন্তু, অপারেশন অসফল হওয়ায় কপালজোরে বেঁচে গেছেন কলকাতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। দু’হাত দূরে দাঁড়িয়ে আততায়ী আগ্নেয়াস্ত্র তাক করার পরও, গুলি বেরোয়নি। কসবায় হামলাকাণ্ডের ৪ দিনের মাথায় উদ্ধার হল সেই স্কুটার। মঙ্গলবার, বন্ডেল গেটের কাছে, ধর্মতলার রোডের একটা গলি থেকে মেরুন রঙের স্কুটারটি উদ্ধার করে, কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। হামলাকারী যুবরাজ ধরা পড়ে যাওয়ার পর যে ব্য়ক্তি এই স্কুটারে চেপে যাচ্ছিল, তার গতিবিধিও ধরা পড়েছে CCTV ফুটেজে।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal