‘আবাস দুর্নীতি’ ক্যানিংয়ে, রাজ্য জানাল, ‘মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে..’ !
![‘আবাস দুর্নীতি’ ক্যানিংয়ে, রাজ্য জানাল, ‘মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে..’ ! ‘আবাস দুর্নীতি’ ক্যানিংয়ে, রাজ্য জানাল, ‘মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে..’ !](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/05/aca28404c4a15d281d9926783606b2791725512487811219_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
দক্ষিণ ২৪ পরগনা: প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ। ক্যানিং ১ নম্বর ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। মামলাকারী ৫ জনের টাকাই ভুল অ্যাকাউন্টে গিয়েছে, রিপোর্ট দিয়ে জানাল রাজ্য। এটা ইচ্ছাকৃত জালিয়াতি, মন্তব্য বিচারপতির। বিডিও এবং পঞ্চায়েত প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তলব বিচারপতি রবি কিষাণ কাপুরের। অবিলম্বে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পদক্ষেপের নির্দেশ কলকাতা হাইকোর্টের।
আরও পড়ুন, আজ ও কাল ছটপুজো, দূষণ রুখতে তৎপর KMDA, রইল গঙ্গার ঘাটগুলির ছবি
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন