# Tags
#Blog

CPM: তন্ময়ের পর শ্লীলতাহানিতে অভিযুক্ত আরেক সিপিএম নেতা! সাসপেন্ড নয়, এবার বহিষ্কার…

CPM: তন্ময়ের পর শ্লীলতাহানিতে অভিযুক্ত আরেক সিপিএম নেতা! সাসপেন্ড নয়, এবার বহিষ্কার…
Listen to this article


মৌমিতা চক্রবর্তী: মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, শ্লীলতাহানি! ফের কাঠগড়ায় সিপিএম নেতা। দলেরই দুই সদস্যের অভিযোগ পেয়ে এবার অভিযুক্তকে বহিষ্কার করল কলকাতা জেলা কমিটি।

আরও পড়ুন:   Kunal Ghosh: ‘বাংলার মুখ্যমন্ত্রী হবেন অভিষেক…’ বড়সড় জল্পনা উসকে দিলেন কুণাল ঘোষ!

জানা গিয়েছে, অভিযুক্তের নাম সোমনাথ ঝাঁ। টালিগঞ্জ এরিয়া কমিটির নেতা ছিলেন তিনি। প্রমোদ দাশগুপ্ত ভবনে গিয়ে কলকাতা জেলা সিপিএম নেতৃত্বের কাছে এই সোমনাথের বিরুদ্ধে অভিযোগ করেছেন দলের দুই মহিলা সদস্য়। তাঁদের দাবি, স্রেফ জোর করে শারীরিক সম্পর্কই নয়, ভিডিয়ো তুলে ব্ল্যাকমেইল করেছেন সোমনাথ। এরিয়া কমিটিতে অভিযোগ জানিয়েও নাকি সুরাহা হয়নি! এরপর আর সাসপেন্ড নয়, অভিযুক্তকে সরাসরি দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরও পড়ুন: Chhath Puja 2024: ছটের আগেই সম্পূর্ণ বন্ধ কলকাতার দুই প্রধান সরোবর! তৈরি কৃত্রিম জলাশয়…

এদিকে এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানিতে অভিযুক্ত আর এক সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। তাঁকে সাসপেন্ড করেছে দল। আগামী শনিবার  আলিমুদ্দিন স্ট্রিটে তলব করা হয়েছে তন্ময়কে। সেদিন সিপিএমের ইন্টারনাল কমিটির মুখোমুখি হতে হবে সাসপেন্ডড সিপিএম নেতাকে।

ফেসবুক লাইভে ওই মহিলা সাংবাদিক অভিযোগ করেছেন, তন্ময়ের সাক্ষাত্‍কার নিতে গিয়েছিলেন, সেই সময় সিপিএম নেতা তাঁর কোলে পড়েন! তাঁর দাবি, এর আগেও নানা ভাবে তন্ময় তাঁর সঙ্গে ‘অন্যরকম’ ব্যবহার করেছেন। সেই ফেসবুকে লাইভ রীতিমতো ভাইরাল হওয়ার পর, তন্ময়কে সাসপেন্ড করা হয়।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal