জুনিয়র চিকিৎসকদের ফের নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের
<p>ABP Ananda Live: ফের মুখ্যসচিবকে চিঠি জুনিয়র ডক্টর্স ফ্রন্টের। মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পরেও যে কাজগুলি হয়নি সেগুলিকে উল্লেখ করে চিঠি। ‘নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল’। ‘নিরাপত্তা সুনিশ্চিত করতে উইনার্স এবং শক্তি টিম তৈরি করে কলেজ চত্বরে টহল দেওয়ার কথা ছিল’। ‘কিন্তু এখনও পর্যন্ত কোনও কলেজ চত্বরেই তাদের টহল দিতে দেখা যায়নি’। ‘হাসপাতালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত এসওপি বার বার চাওয়া সত্ত্বেও এখনও পাওয়া যায়নি’। ‘নিরাপত্তা নিয়ে রাজ্যস্তরে টাস্ক ফোর্স গঠন করা হলেও এখনও পর্যন্ত তার কোনও বৈঠক হয়নি’। ‘ডিজিটাল বেড ভ্যাকেন্সি এবং সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়ে নির্দিষ্ট পরামর্শ দিয়েছিলেন জুনিয়ের ডাক্তাররা’। ‘কিন্তু এবিষয়ে এখন তাঁদের সঙ্গে স্বাস্থ্য দফতরের তরফে কোনও যোগাযোগ করা হয়নি’ ‘কলেজে কলেজে ছাত্র প্রতিনিধিদের নিয়ে গ্রিভান্স রিড্রেসাল সেলগুলি এখনও তৈরি হয়নি’। গত ২১ অক্টোবর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা স্মরণ করিয়ে মুখ্যসচিবকে মেল জুনিয়র ডাক্তারদের। ‘কোন সংগঠন যদি আন্দোলনের নামে প্রচুর টাকা তোলে, নিজেদের নামে টাকা তোলে তাহলে আন্দোলনকে চালিয়ে রাখার জন্য তাদের আমরা আছি বোঝাতে চিঠি, মিছিল অনেককিছু করতে হয়।’ জুনিয়র চিকিৎসকদের ফের নিশানা তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। </p>
Source link