NOW READING:
RG Kar Medical College: সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কী প্রতিক্রিয়া বিকাশ ভট্টাচার্যর?ABP Ananda Live
August 20, 2024

RG Kar Medical College: সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কী প্রতিক্রিয়া বিকাশ ভট্টাচার্যর?ABP Ananda Live

RG Kar Medical College: সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কী প্রতিক্রিয়া বিকাশ ভট্টাচার্যর?ABP Ananda Live
Listen to this article



ABP Ananda Live: হাইকোর্টের থেকে আর জি কর মেডিক্যালে চিকিৎসক ধর্ষণ-খুনের …

source

45 Comments
    @MS-sx6jf

    গত ৩৪ বছর পশ্চিমবঙ্গের রাজত্ব করেছিল বামফ্রন্ট। এইরকম দূর্দশা কখনো হয়নি। একটা জেনুইন আগত শিল্পকে সরিয়ে পশ্চিমবঙ্গ থেকে কি পেয়েছিল এই বর্তমান সরকার। শুধু অরাজকতা,দূর্নীতি, চুরি, লাগাতার গন্ডগোল করে শেষ হয়ে গেল।

    @sankarbhattacharya8493

    ফালতু কথা বলা বন্ধ করুন, ওখানে আপনার কি পারফরম্যান্স ছিলো বাংলার জনগন বুঝতে পরেছে। 0 😂😂😂 দলের 0 😂😂😂।

    @samiranbarandutta145

    পার্টির নেতাদের convince করুন। এই সময়ে সমস্ত বিরোধীদের পাশে থাকাটাই সবথেকে জরুরী। জনগনের সাথে না থাকলে, পার্টি আরও বিচ্ছিন্ন হয়ে যাবে। মুশকিল হচ্ছে, বামপন্থী আন্দোলন বা বামপন্থী নেতারা কী ভাবছে, জনগণ বুঝতে পারছে না। এই ভাবে, না অ্যাসেম্বলি, না পার্লামেন্ট, এই স্টেট থেকে একটাও সিট জিততে পারেনি। একশ বছরে, পরিবর্তন দূরের কথা, পার্টি শেষ হয়ে গেলো। ইনফ্যাক্ট, আমরা হতাশ, বিরক্ত ও বিশ্বাস হারিয়ে ফেলছি।

    @PronabDas-u9s

    লজ্জা লজ্জা। পুলিশ বাহিনীর অকর্মন্যতা ঢাকা দিতে CISF। স্বাধীনতার পর পশ্চিম বাঙলায় নতুন উদাহরণ তৈরি করা হল।

    @kanchanbiswas7020

    সবই ঠিক আছে,কিন্তু সন্দীপ ঘোষ কবে জেল এ ঢুকবে? CBI তো এখনো সারদা স্ক্যাম এর তদন্ত করছে?

    @pinakirnghosh4027

    সিপিএম একটাও সিট পায়নি এই ভদ্রলোকের শিক্ষক নিয়োগ নিয়ে, আর এই কেসের আসল সত্য ধামা চাপা পড়বে এনার কথাবার্তা নিয়ে তার সাথে সিপিএম যে আন্দোলন করছে সেটাও খাটো হবে। এই ঘটনার রাজনৈতিক ইস্যু করলেই বড় ভুল হবে। মানুষ চাইছেন আসল সত্য উদঘাটন হোক। আমাদের সন্তান সুরক্ষিত হোক। এই ধরনের ঘটনা বন্ধ হোক প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক সাস্তি দিয়ে। তার সাথে রাজনীতির লোকেরা অগণতান্ত্রিক আন্দোলন থেকে সরে আসুক। সবাই যদি সব জানে তাহলে সিবিআই কেন? তারা কি করছে সেটার অপেক্ষা করা দরকার। আরজিকরে ভাঙচুর করে তো এটা হবে না।

    @shuvoultimate7105

    এই বিকাশ ভট্টাার্য্যের ভূমিকা আমার কাছে খুব সন্দেহ জনক লাগে ।
    এ কোর্টে কিছু বলতে পারে না। বাইরে এসে মিডিয়া তে বড় বড় বাতেলা দেয়।

    @mantidas4520

    Sala eai ar ekta maha haramir baccha eai haramir baccha ta eto din tolabaji kore bekar chele mayeder tupi poriye ekhon nijei tupi pore bosheche ar eai haramita ke aabar sedin SC er vetor dhukte o dey ni sala ekta haramir baccha

    @johnban8532

    R KOTO DHAPPA CHODANO BALER KOTHA BOLBI RE BEJONMAR BETA LERIKUTTA CHODA KHANKIR CHELE SOKUNI UKIL BIKAS 10 DEEN HO LO TOR BAAP. CBI..CHUDIR VAAI AAJ PORJONTO TOR MAA ER GUDER KOYTA BAAAAAAL CHIRLO ??? KOLKATA POLICE 12 GHONTAR MODDHE KUTTA CHODA KHOONE DHORSOK K DHORECHE !!! TUI BEJONMAR BETA LERIKUTTA CHODA KHANKIR CHELE AAFSOS KORCHIS JODI CBI. PROTHOM THEKE TODONTO KORTO TOBE O E POISACHIK HOTTA KARI SONJOY DHORA PORTONA R TUI DHAPPA CHODANO BAAAAAALER KOTHA BOL A RAJJO SORKAR K KHISTI KORTIS KI BE KHANKIR CHELE SOKUNI UKIL BIKAS TOR JONMO LERIKUTTA CHUDIYE

    @arupmaiti4024

    দিদির থেকে মাফিয়া অনেক ভালো তারা পেটের দা এখন খামারি করে

    @arupmaiti4024

    দিদি তো পোষাক উকিল আছে পোশাক উকিল। যে দিদির কথায় উঠে বসে

    @anandagowsmi7922

    আপনি কি কেরালা লবি অনুমোদন লাভ করেছেন, কেরালা লবির চাপে পড়ে আন্দোলন থেকে সরে আসতে হবে আপনাদের

    @ajoyjyotibanerjee8857

    মাননীয় বিকাশ বাবু র কাছে অনুরোধ সি বি আই কে তদন্তের ভার দেওয়া হয়েছে অনেক দিন হল । শুভেন্দু বাবু বলেছেন অ্যারেস্ট করা উচিত স বি আই এখনও করে উঠতেই পারছে না কেন ? আর বলি সুপ্রিম কোর্ট , বাংলার ডি এ মামলার আইনজীবী তো সম্ভবত বিকাশ বাবু এখনও শুনানি শুরু করা গেল না । আর কিছু বলব না

    @sunilkantibhattacharjee

    আপনাদের ভারতের বিচারব্যবস্থায় শুধু তদন্ত হয়, হাইকোর্ট এগোলে সুপ্রিম পেছনে ঠেলে কেন? দেশটা তো শোষণ,বিচারহীনতা,মুর্খ শাসন চলছে।

    @jyotirmayray6344

    আমরা আগে বুঝিনি।আপনি বোঝান। আপনার থেকে সব শিখবো।সিপিএম কে শেষ করে দিলেন।আর কি করবেন।

    @pradipPaul-o8f

    Baler praticriya. Aajkaal dekhchi kayekta chagol supreme court e giye bha bha korche ar khide pele samner lawn e giye ghas khacche. Ebar thik hoyeche oder dari diye bedhe rakha hobe.

    @sibsankardas5445

    আন্দোলন থামলে চলবেনা সিববাল ও মনু দুই হারামী আমরা মিটিং মিছিল করছি ছাড়া র জন্য নয়, ভগবানের কাছে প্রার্থনা করুন নাথুরাম গডসকে চাই। সত্যের জয় হতে হবেই।

    @manojkumarsil531

    আমার প্রশ্ন ABP Ananda কে নিয়ে।আর জি করের নৃশংস ঘটনা ঘটনার পর স্বাভাবিক ভাবে প্রত্যেক টি সংবাদ মাধ্যম তাদের মতো করে বিচার বিশ্লেষণ, তর্ক বিতর্ক করে যাচ্ছে, এবং নিজেদের মতো করে "তদন্ত " ও করছে। এবং সারাদিন ধরে তার প্রচার প্রসার ও হচ্ছে,আমরা সাগ্রহে সেগুলো শুনছি। অত্যন্ত স্বাভাবিক ব্যাপার,এটাই সংবাদ মাধ্যমের করা উচিত।
    আমার প্রশ্ন,২০২২ সালে যখন ABP Ananda আর জি কর হাসপাতালকে "সাস্থ রত্ন" উপাধি দেয়, তার আগে আর জি কর হাসপাতাল সম্পর্কে নিশ্চয়ই পর্যাপ্ত অনুসন্ধান করেছিল,অন্যান্য হাসপাতালের সঙ্গে।এখন জানতে পারলাম ডাঃ সন্দীপ ঘোষ ২০১৯ সালে আর জি করের অধ্যক্ষ নিযুক্ত হন, এবং তার হাতেই এই সম্মাননা তুলে দেওয়া হয়। এ পর্যন্ত কোন ভুল নেই,সব ই স্বাভাবিক ভাবেই চলছে।
    এখন এই প্রশ্ন কি তোলা যায় ,ABP Ananda তখন কি ধরনের তদন্ত বা অনুসন্ধান করে ছিল ? কিসের ভিত্তিতে আর জি কর হাসপাতাল কে সাস্থ রত্ন উপাধি প্রদান করা হয়েছিল? তখন যদি সঠিক তদন্ত হতো,অভিযুক্ত হাসপাতাল এবং তার তদানীন্তন অধ্যক্ষ সম্পর্কে,তাহলে হয়তো বা আর জি করের ঘটনা ঘটতো ই না।
    আমার মত,এই সাস্থরত্ন প্রদান একটা বিরাট প্রশ্ন তুলে দিয়েছে সমাজের কাছে।আমার দাবি , ABP Ananda কে সিবিআই কর্তৃক তদন্তে অভিযুক্ত করা হোক, জিজ্ঞাসাবাদ করা হোক যারা এই সাস্থ রত্ন প্রদানের দায়িত্বে ছিলেন।হয়তো বা নতুন কিছু আমরা জানলেও জানতে পারি।

    আপনারা কি বলেন ?

    @sukantaroy8052

    মমতাকে দেশ ছাড়া করুন ।নাতো আর পর আরো ভয়াবহ আসবে।তাই সমস্ত ডিপার্টমেন্টের মানুষ দের বলব ভয় পাবেন না,নাতো চাকরি করাই হবে ।ঘরের ছেলে মেয়েরা সুরক্ষিত থাকবে না।কোনো চাকরির রত মানুষেরা ভয় করবেন না।সবাই ভালো থাকুন। মমতা না থাকলে চাকরি কে খাবে?

    @skchandan3674

    বিকাশ তোর কথা মানুষের কাছে উপহাস মাত্র মানুষ হাসে

    @amitkumarchaki4718

    এ কোন আইন যে বদমাহিস তাকে বাদ দিয়ে তদন্ত হয়! য়ে মন্ত্রী তাকে ডাকা হচ্ছে না। মন্ত্রী তো অর্ডার দিয়েছে ।পুলিশ কে ধরে টানাটানি করছেন ।পুলিশ কি করবে ও তো চাকরি করে । দেশের আইন পাল্টাতে হবে । সেই কথাটা কোন নেতা বলছেন না । আজকে রাম আছে খমতায় কালকে শ্যাম আসবে ।কিছুই হবে না । নেতারা কি আইন করে রেখেছেন তাতে ওদের কেউ ছুঁতে না পারে তাহলে হাইকোর্ট / সুপ্রিমকোর্ট করে কি হবে এই জন্য মন্ত্রীরা গা এলিয়ে ঘুরে বেড়ায় আহা কি আমার দেশের আইন । সাধারন জনগনের জন্য এক আইন আর মন্ত্রীর জন্য আরেক আইন । সবাই জানে কে ফাঁসি কিন্ত কেউ বলতে পারছে না কারন কিছু বললে য়দি জেলে যেতে হয় । আর অপরাধ করে পদ আগলে বসে থাকব ।জনগন যাই বলুক তাতে মন্ত্রীর কোন যায় আসে না। এক কথায় যে দায়িত্বে আছে তার আমলে যদি কোন অপকর্ম হয় তাকে জেলে যেতে হবে দেখবেন কেউ আর মন্ত্রী হতে চাচ্ছে না কারন জেলে যেতে হবে । আইন পাল্টান দেখবেন কার ও বাপের খমতা হবে না জঘন্য কাজ করার বা মদত দেওয়ার ।

    @biswajitghosh7128

    তুমি ভাম এক নম্বর বারোচুদা, তুমি সুপ্রিম কোর্টে চন্দ্র চুদার সামনে ভেড়ার মত দাঁড়িয়ে থাকো আর কপিল সিব্বল গুদ মেরে দিয়ে যায়। তোমরা ভাম উকিল গুলো মমতার সঙ্গে আঁতাত করে বসে আছো বিকাশ ভাম।

    @RajeevPain

    বিকাশ বাবু আপনি সুপ্রীম কোর্টে কেনো এতো নিষ্ক্রিয় ছিলেন ।এটা আপনার কাছে আশা করিনি ।

Leave a Reply