Gaza Truce Deal: যুদ্ধবিরতির পরে ইজরায়েলে বন্দিমুক্তি আজই! আছে নাবালক-নাবালিকাও…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েল মুক্তি দেবে ৭৩৭ জন জেলবন্দিকে, এটিই হবে গাজা যুদ্ধবিরতি এবং বন্দিমুক্তি চুক্তির প্রথম কার্যকর ধাপ। সেদেশের বিচার মন্ত্রক এমনটাই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যাচ্ছে। এখনও অবধি সূত্রের খবর প্রথম দফায় যেই ৭৩৭ জনকে মুক্তি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাঁদের মধ্যে নারী-পুরুষ যেমন রয়েছেন, ঠিক তেমনই আছেন নাবালক-নাবালিকারাও। […]