Saif Ali Khan: জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে গ্রেফতার সইফ আলি খানের উপরে হামলাকারী!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সইফ আলি খানের উপরে হামলার পর হামলাকারী সন্দেহে আরও একজন গ্রেফতার। শনিবার ছত্তীসগঢ়ের দুর্গ স্টেশন থেকে এক যুবককে গ্রেফতার করে আরপিএফ। জ্ঞনেশ্বরী এক্সপ্রেস থেকে তাকে গ্রেফতার করা হয়। মুম্বই থেকে হাওড়ার শালিমার যাচ্ছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। সেখানেই বিনা টিকিটে উঠেছিল ওই যুবক। তাকে ধরেই দেখা যায় তার সঙ্গে মিল রয়েছে সইফের […]