‘একের পর এক লাশ তুলছে,পাশে ফেলছে, কম্বল দিয়ে ঢাকছে’ ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন কুম্ভ ফেরত বাঙালি
<p><strong>সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:</strong> চোখ বুজলেই ভেসে উঠছে সেই ভয়াবহ ছবি। মৃত্যু-কান্না-হাহাকার-প্রিয়জনের দেহ হাতে পেতে মর্গের সামনে দীর্ঘ প্রতীক্ষা। সেখান থেকে কোনও মতে প্রাণ হাতে নিয়ে ফিরেছেন উত্তর ২৪ পরগনার গাইঘাটা ও পলতার কয়েকজন যুবক। শুনিয়েছেন তাঁদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। </p> <p><strong>অভিজ্ঞতা শোনালেন কুম্ভ ফেরত বাঙালি:</strong> অমৃতকুম্ভের সন্ধানে গিয়ে কেউ ফিরেছেন খালি হাতে, কেউ ফিরেছেন […]