‘আর কত অভয়া দেখলে তারপর আমরা জাস্টিস পাব? মন থেকে এই বিচার মানছি না’
৩৬ ঘণ্টা টানা ডিউটির পর নিজের কর্মক্ষেত্রে একটু বিশ্রাম করতে গিয়েছিলেন পড়ুয়া চিকিৎসক। হাসপাতাল, তাও আবার সরকারি, চিকিৎসকদের এই কর্মক্ষেত্র বাড়ির মতোই নিরাপদ হওয়ার কথা ছিল। কিন্তু সেখানেই ঘটে নৃশংস অপরাধ। নারকীয় অত্যাচারের পর ধর্ষণ করে খুন করা হয় ওই পড়ুয়া চিকিৎসককে। ৫ মাস ১১ দিন পর আর জি কর কাণ্ডের রায়দান করেছে শিয়ালদা আদালত। […]