কৃষ্ণগঞ্জে বাঙ্কার উদ্বেগ, কী বলছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তারা?
Nadia News: নদিয়ার কৃষ্ণগঞ্জে সীমান্তের কাছে ভারতীয় ভূখণ্ডে হদিশ বাঙ্কারের! মাটি খুঁড়ে বাঙ্কার উদ্ধারের পর মিলল নিষিদ্ধ কাফ সিরাপ ফেন্সিডিলের রাশি রাশি বোতল। একটি অর্ধসমাপ্ত বাঙ্কারেরও হদিশ মিলেছে। মাজদিয়ায় কলেজের সামনে আম বাগানে অভিযান চালায় BSF। অনুমান, বাংলাদেশে পাচারের জন্য কাফ সিরাপগুলি মজুত করা হয়েছিল। সীমান্তে নজরদারি বাড়ায় গোপনে মাটি খুঁড়ে বাঙ্কার তৈরি করেছিল পাচারকারীরা। […]