CBI-পুলিশের নামে এল ফোন, ভয়াবহ অভিজ্ঞতা রাজ্যের বাসিন্দার !
<p><strong> </strong><strong>সুজিত মণ্ডল,নদিয়া:</strong> ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে টাকা হাতানোর ছক কষেছিল প্রতারকরা! দুবাই ও কম্বোডিয়ায় বসে ছড়ানো হয়েছিল সাইবার প্রতারণার জাল! মহারাষ্ট্র, হরিয়ানা, গুজরাত, রাজস্থানের মতো রাজ্যগুলিতে ছড়িয়ে দেওয়া হয়েছিল জালিয়াতির শাখাপ্রশাখা! ৩১ দিন ধরে ৪ ভিনরাজ্যে অভিযান চালিয়ে, প্রতারণা চক্রের পর্দাফাঁস করল রাণাঘাট পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা। প্রতারণার চক্রে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা […]