মিলন মেলায় ৫ কেজির রুপোর মুকুট উপহার কাজল শেখকে ! নিমন্ত্রণ পেয়েও এলেন না অনুব্রত..
ভাস্কর মুখোপাধ্যায়,বীরভূম: কিছু দিন আগেও ছবিটা ছিল ভিন্ন। বছরটা ছিল একুশ সাল। মিলন মেলায় সেবার রুপোর মুকুট উপহার পেয়েছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ শাসকনেতা অনুব্রত মণ্ডল। যদিও একুশের সঙ্গে পঁচিশের বিস্তর ফারাক। মাঝে জোয়ারে ভেসেছে অনেক কিছুই। তিহাড় ফেরৎ তৃণমূল নেতাকে স্বমহিমায় ফেরাতে কম চেষ্টা করা হয়নি। কখনও ‘বীরভূমের বাঘ’ সম্বোধন, কখনওবা ‘একনায়কতন্ত্রেই’ কায়েম রাখার চেষ্টা। কিন্তু […]