কার দখলে থাকবে সরকারি জমি? তা নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে লালবাগ শহরে উত্তেজনা
<p>ABP Ananda Live: কার দখলে থাকবে সরকারি জমি? তা নিয়ে দুই গোষ্ঠীর বিবাদে ভর সন্ধেয় গুলি ছুটল লালবাগ শহরের প্রাণকেন্দ্রে! সোমবারের শ্যুটআউটের ঘটনায় এদিন এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন SDO এবং SDPO. আইন-শৃঙ্খলা ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।</p> <p> </p> <p><strong>আর জি করের নির্যাতিতার পরিবারকে লাগাতার আক্রমণ তৃণমূলের নেতা-মন্ত্রীদের</strong></p> <div class="sub-blog-detail"> <p>স্বাস্থ্য়মন্ত্রী তথা পুলিশমন্ত্রী তথা মুখ্য়মন্ত্রীর […]