শীতের মধ্যেই মাথা কামিয়ে চাকরি প্রাপকদের প্রতিবাদ কলকাতায়, ‘যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা হোক..’
কলকাতা: আজ করুণাময়ী থেকে বিকাশভবন পর্যন্ত মিছিল করবে ২০১৬-র SLST-র চাকরিপ্রাপকরা। পাশাপাশি, নবান্ন এবং SSC ভবনে স্মারকলিপি জমা দেওয়া হবে তাঁদের তরফে। তার আগে ওয়াই চ্য়ানেলে ধর্নাম়ঞ্চে মাথা কামিয়ে প্রতিবাদ করলেন তাঁরা। দাবি, ‘যোগ্য-অযোগ্যদের তালিকা আলাদা করা হোক।’ এর আগে ২০২৩ সালে মাথা কামিয়ে প্রতিবাদ করতে দেখা গিয়েছিল চাকরিপ্রার্থীদের। এবার একই পথে চাকরিপ্রাপকরা।চাকরিপ্রাপকরা স্পষ্ট বলেছেন, […]