সকাল থেকে ঘন কুয়াশার প্রকোপ, খানিকটা পিছু হটল শীত, আগামী দু’দিনে হাওয়া পরিবর্তন
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পৌষের সকালে ঘন কুয়াশায় ঢাকা পড়ল কলকাতা। পিছু হটল শীত। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা, তার জেরে সপ্তাহ শেষে আবহাওয়ার মেজাজ বদল। আগামী দু’দিন ফের ঊর্ধ্বমুখী হবে পারদ। তার পর ফের নামবে তাপমাত্রা। (West Bengal Weather Updates) আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণে হাওয়াবদল হবে। সোম ও মঙ্গলে আকাশ আংশিক মেঘলা […]