‘হাল্কা মাথা ফেটেছে, এবার পুরো মুণ্ডুটাই উড়িয়ে দেব’, এখনও ‘থ্রেট’ পাচ্ছেন বাগুইআটির প্রোমোটার
<p><strong>জয়ন্ত পাল, কলকাতা :</strong> বাগুইআটিকাণ্ডে এখনও অধরা ‘তোলাবাজ’ কাউন্সিলর। আক্রান্ত প্রোমোটারকে ফের হুমকির অভিযোগ। বারাসাত কোর্ট চত্বরে আক্রান্ত প্রোমোটারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় বারাসাত থানায় অভিযোগ দায়ের করেছেন প্রোমোটার কিশোর হালদার। তদন্ত শুরু করেছে পুলিশ। গত ১৫ ডিসেম্বর, ২০২৪ তারিখে বাগুইআটিতে আক্রান্ত হন এই প্রোমোটার। এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনও […]