Chattisgarh Journalist Death: পাঁজর ভেঙে বের করা হয় হৃত্পিণ্ড, গুঁড়িয়ে দেওয়া হয় খুলির ১৫ হাড়, সাংবাদিকের ময়নাতদন্তে হাড়হিম তথ্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছত্তীসগঢ়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকরকে নির্মম ভাবে খুন করা হয় গত ৩ জানুয়ারি। বিজাপুরে এলাকার এক কন্ট্রাক্টরের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। এবার সেই মৃতদেহের ময়না তদন্তের রিপোর্টে উঠে এল ভয়ংকর নৃশংসতার ছবি। এমন নৃশংসতা দেখে আঁত্কে উঠেছেন চিকিত্সকেরাও। আরও পড়ুন-শিকড়ে আঘাত করেছিলেন, নিখোঁজ সাংবাদিকের দেহ মিলল […]