একটা ডাক্তার তৈরি হওয়ার পেছনে অনেক স্বপ্ন অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক লড়াই থাকে, স্বচক্ষে দেখে উপলব্ধি করে বলতে পারি, বর্তমানে আমাদের রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেট কালচার মারাত্মকভাবে চলছে, যার বাবা-মার প্রভাব নেই সাধারণ বাড়ির ছেলে মেয়েদের, মেধা থাকা সত্ত্বেও বহুলাংশে পিছিয়ে পড়তে হচ্ছে, তাই এর বিরুদ্ধে লড়াই আরো জোরালো হওয়া উচিত, বাঁচার অধিকার যেমন সাধারণ মানুষের আছে, বাঁচানোর দায়িত্ব যেমন ডাক্তারদের তেমন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব ও সাধারণ মানুষের, রোগী মৃত্যু অবশ্যই বেদনাদায়ক কিন্তু সব ক্ষেত্রে ডাক্তারকে আক্রমণ করা অত্যন্ত নিকৃষ্ট কাজ।
Private hospitals er licence niye bhabte hobe .
চালিয়ে যান ❤
একটা ডাক্তার তৈরি হওয়ার পেছনে অনেক স্বপ্ন অনেক ত্যাগ অনেক কষ্ট অনেক লড়াই থাকে, স্বচক্ষে দেখে উপলব্ধি করে বলতে পারি, বর্তমানে আমাদের রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে থ্রেট কালচার মারাত্মকভাবে চলছে, যার বাবা-মার প্রভাব নেই সাধারণ বাড়ির ছেলে মেয়েদের, মেধা থাকা সত্ত্বেও বহুলাংশে পিছিয়ে পড়তে হচ্ছে, তাই এর বিরুদ্ধে লড়াই আরো জোরালো হওয়া উচিত, বাঁচার অধিকার যেমন সাধারণ মানুষের আছে, বাঁচানোর দায়িত্ব যেমন ডাক্তারদের তেমন তাদের সুরক্ষিত রাখার দায়িত্ব ও সাধারণ মানুষের, রোগী মৃত্যু অবশ্যই বেদনাদায়ক কিন্তু সব ক্ষেত্রে ডাক্তারকে আক্রমণ করা অত্যন্ত নিকৃষ্ট কাজ।
সিনিয়র জুনিয়র চটি চাটা ডঃ গ্যাং দুমুখো সাপ 🐍 শুধু মাত্র ঘেউ ঘেউ 🐕 শব্দ দম ফুস 🎈 সিনিয়র জুনিয়র চটি চাটা ডঃ গ্যাং সিপিএম বামফ্রন্টের পরিচালিত সিনিয়র জুনিয়র চটি চাটা ডঃ গ্যাং এর পেটে লাথি মেরে ডিউটিতে জয়েন্ট করান। সিনিয়র জুনিয়র চটি চাটা ডঃ গ্যাং এর জন্য উপযুক্ত উপহার পাঠালাম 👡🥿🦶👟👞🥾👢👠🐍🐕🎈🦢 সিনিয়র জুনিয়র চটি চাটা ডঃ গ্যাং এর চয়েজ।