​ মমতার প্রশাসনকে ঝাঁটা দেখিয়ে তাড়িয়ে দিল আদিবাসী মহিলারা! Birbhum | District News| Aaj Tak Bangla

Estimated read time 1 min read
Listen to this article



birbhum #birbhumnews #districtnews #aajtakbangla #aajtak মমতার প্রশাসনকে ঝাঁটা দেখিয়ে …

source

You May Also Like

More From Author

42Comments

Add yours
  1. 14
    @BachanRoy-np7jd

    এটা যদি আগে দেখাতিস তখন নেচে নেচে নাচ দেখিয়ে ভোট দিয়েছো আর এখন ঝাপদিলেহবে

  2. 15
    @TanushreeMondal-wg9nh

    আপনাদের অনেক ধন্যবাদ এইভাবে আন্দোলন করার জন্য।
    আদিবাসী সমাজ দের বলবো তোমরা এইভাবে এগিয়ে চলো।
    অন্যায় কে দমন করো।❤❤❤

  3. 16
    @Lifestylevlog109

    আমরা সাধারণ মানুষ কিন্তু আদিবাসী ও সাঁওতাল ভাই রা আমার ভাই
    এই বর্বর সরকারের নৈরাজ্য হজম করবে না ,অনুরোধ আন্দোলন চালিয়ে যাবেন ,আন্দোলন চালিয়ে যান নিজেদের অধিকার নিজেরা একজোট হয়ে ছিনিয়ে নিন ।
    আপনাদের আন্দোলন দেখে আপনার জেগে উঠেছেন ভালো লাগছে।

  4. 19
    @Babul93b

    আদিবাসী হলেন এই দেশের মালিক ।আজ বহিরাগত দালাল এই দেশে রাজ করছে। আদিবাসী জাগো জাগো

  5. 34
    @lakshminarayan4677

    ভারতে ইংরেজদের আগমনের আগে, তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও দলিতদের শিক্ষা, সম্মান, স্বাস্থ্য, সম্পদ, জায়গা ও সুবিচারের অধিকার , এক কথায় বলতে গেলে কোন সামাজিক ও আর্থিক অধিকার ছিল না। এইসব অধিকারগুলি ছিল কয়েকটি বিশেষ জনগোষ্ঠীদের হাতে। তারা একচেটিয়া ভাবে এই অধিকার গুলি ভোগ করতেন। প্রথমে ইংরেজরা পরে, ভারতের সংবিধান প্রনেতাগণ সংবিধানে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও দলিতদের শিক্ষা, সম্মান, স্বাস্থ্য, সম্পদ, জায়গা ও সুবিচারের অধিকার দিয়ে যান। যেটা ওই বিশেষ জনগোষ্ঠী, পূর্বে মেনে নিতে পারেনি আর এখনো মেনে নিতে পারছেন না । এখনও ওই বিশেষ জনগোষ্ঠীগুলি মনে করেন – – – তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও দলিতদের খুন করা, ধর্ষণ করা, অত্যাচার করা, সম্পদ লুট করা, ভোট লুঠ করা, হল ওনাদের স্বাভাবিক অধিকার । কারণ এই আচরণ ওনারা বর্তমানে যে নতুন করে করছেন তা নয়, হাজার হাজার বছর ধরে ওনাদের পূর্বপুরুষেরা বংশ-পরম্পরায় এই আচরণ করে আসছেন। তাই ওনারা মনে করেন , হাজার হাজার বছর ধরে চলে আসা ওনাদের পূর্বপুরুষদের এই আচরণ কোন অপরাধ নয়। বর্তমানে ভারতীয় সংবিধান তাদের এই বংশপরম্পরায় প্রাপ্ত স্বাভাবিক আচরণগুলিতে বাধার সৃষ্টি করছেন ও শাস্তির ব্যবস্থা করেছেন। সে কারণে ওনারা মনে করেন ভারতীয় সংবিধান ওনাদের স্বাভাবিক অধিকারগুলিকে খর্ব করেছেন। তাই ওনারা, ভারতীয় সংবিধানকে ও শাস্তিকে ওয়াক্কা না করে ওনাদের এই স্বাভাবিক আচরণগুলি চালিয়ে যেতে বদ্ধপরিকর। আর এই শাস্তি ও সংবিধান এড়িয়ে যাওয়ার জন্য বিশেষ গোষ্ঠীর লোকজন সংবিধানের গুরুত্বপূর্ণ সংবিধানিক পদগুলিতে অন্যায় ভাবে দখল নিয়েছেন আর সারাক্ষণ নিজেদের করা অপরাধগুলির প্রমাণ লোপাট করে চলেছেন । তথ্য ও প্রমান লোপাটের কারনে ভয়ংকর অপরাধের সুবিচার পাওয়া যাচ্ছে না । তাই যতদিন না এই জনগোষ্ঠীগুলি নিজেদের মনোভাব পরিবর্তন করছেন অথবা পরিবর্তন করতে বাধ্য করা না হচ্ছে, ততদিন ভারতের মধ্যেকার খুন, ধর্ষণ, অত্যাচার, লুণ্ঠন বন্ধ করা সম্ভব নয়।

  6. 38
    @NazrulIslam-dl4kz

    প্রতিবাদের আগুন দিকে দিকে জ্বালাও।এই কুলাঙ্গার সরকার প্রশাসন কে হাতিয়ার করে আদিবাসীদের বাস্তু চ্যুত করতে চাইছে।আর ছাড় নয়। গদি ছাড়তেই হবে।

  7. 40
    @sanjaysarkar5031

    বাংলার আদিবাসী সমাজ জিন্দাবাদ জিন্দাবাদ মোদী জি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

+ Leave a Comment