বাংলাদেশ তৈরি করলো Bayraktar TB2-এর মতো Stealth প্রযুক্তির মিলিটারি ড্রোন

বাংলাদেশ প্রতিরক্ষা খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করলো। এবার দেশটি তৈরি করেছে একটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির মিলিটারি ড্রোন, যার নকশা…
1 Min Read 46 5



বাংলাদেশ প্রতিরক্ষা খাতে এক নতুন মাইলফলক স্পর্শ করলো। এবার দেশটি তৈরি করেছে একটি অত্যাধুনিক স্টেলথ প্রযুক্তির মিলিটারি ড্রোন, যার নকশা ও কার্যক্ষমতা তুরস্কের জনপ্রিয় Bayraktar TB2-এর অনুকরণে।

এই উন্নত ড্রোনটি সর্বোচ্চ ৪১ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম, এবং এটি একসাথে দুইটি মিসাইল বহন করতে পারে। ফলে এটি শুধু নজরদারি মিশন নয়, বরং সরাসরি সামরিক অভিযানে ব্যবহার করাও সম্ভব।

এমন স্টেলথ সক্ষমতাসম্পন্ন ড্রোন দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা কৌশলে এক নতুন মাত্রা যোগ করবে। এটি বাংলাদেশের নিজস্ব সামরিক প্রযুক্তির সক্ষমতাকে আন্তর্জাতিক মানে তুলে ধরছে।

🔔 ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

source

Global Defence News

46 thoughts on “বাংলাদেশ তৈরি করলো Bayraktar TB2-এর মতো Stealth প্রযুক্তির মিলিটারি ড্রোন

  1. আলহামদুললিলাহ এগিয়ে চলুন, সরকারের উচিত প্রতিরক্ষা খাতে প্রচুর বিনিয়োগ করা, যদিও আওয়ামীলীগ বিএনপিরা এসবের পক্ষে নয় কারণ তারা ভারতের কথা শুনে থাকে।

  2. বাংলাদেশের গভমেন্ট সেনাবাহিনীর উচিত বিমান বাহিনীর উচিত এদেরকে কাজে লাগানো

  3. প্রথম নিজের ভূমিকে শক্রমুক্ত করা,প্রতিটি দেশ আছে প্রতিরক্কা কিভাবে শক্তিশালি করা যায় সেই চিন্তা ভাবনা করে আমরা আছি সেই ৫৩ বছরের চেতনা, পতাকা,জাতীয় সংগীত, বাবা ও স্বামীর চেতনা,আর নির্বাচন আর নির্বাচন নিয়ে পাগল
    হয়ে গেছি

  4. কিন্তু দুঃখের বিষয় হলো বাংলাদেশ সরকার এই বিষয়ে কোন বরাদ্দ দিবেনা, তারা আমদানি করবে কারন আমদানী করলে টাকার দূর্নীতি টা ঠিকঠাক করতে পারবে।

  5. আলহামদুলিল্লাহ ভাইজান এগিয়ে যাও অনেক দুরে দোয়া এবং ভালোবাসা অবিরাম

  6. এটা কিছুই তৈরি হয় নি এটা এখনো খেলনা যদি সত্যি সত্যি মিসাইল ড্রোন হত খবরে আসার আগে এই প্রযুক্তি কে হত্যা করা হতো বাইরের কোন অপশক্তি দ্বারা

  7. দেশের উচিত এই মেধাকে বাইরে না পাঠিয়ে দেশের উন্নয়নের কাজে লাগানো।❤❤❤❤

  8. খুব সুন্দর লাগলো এটাতো দেশের গর্ব দেশের মাটিতে তৈরি করা খুব ভালো ❤❤❤❤❤

  9. মাশাআল্লাহ, আমাদের দেশের ছেলেরা পারে, কিন্তু সরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা তাদের করে দেওয়া হয় না,

  10. মুখে সুন্নত রেখে এসব কথা মানায় না আর তুমি রাসূল নও – ঝগড়া করে বাচ্চারা যাদের মুখে মুচ দাড়ি নেই – ভেবো না আল্লাহ তুমাদের ছেড়ে দিয়েছেন ? শয়তান মুচ দাড়ি দেখে না আল্লাহ দেখেন অন্তর ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *