পাল্টে যাচ্ছে জামায়াতের রাজনীতি! : Masood Kamal | KOTHA

‘কথা’ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। এখানে আপনি দেখতে পাবেন সমসাময়িক বিভিন্ন ঘটনার উপর বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী কথা। সাংবাদিক মাসুদ কামালের…
1 Min Read 50 3



‘কথা’ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
এখানে আপনি দেখতে পাবেন সমসাময়িক বিভিন্ন ঘটনার উপর বস্তুনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী কথা। সাংবাদিক মাসুদ কামালের এই চ্যানেলে মূলত তিনিই কথা বলেন, এর পাশাপাশি বিভিন্ন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে আলাপচারিতাও থাকে। সমসাময়িক ঘটনা প্রবাহ ছাড়াও এই চ্যানেলে ইতিহাস, ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ, সংস্কৃতি ইত্যাদি বিষয় নিয়েও কথা হয়।
এই চ্যানেলের অনুষ্ঠান দেখতে যদি আপনার ভালো লাগে, তাহলে এর সকল ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

KOTHA is the most popular Bengali Digital Platform that offers unbiased & comprehensive News & Views.KOTHA is the destination for the Global Bengalis and our compelling brand of journalism shapes the opinion of tomorrow. Our mission is to provide comprehensive and classy contents to you.

Rahat Nagari – Editorial Manager

Also Find us:
Email: kothalive.digital@gmail.com
Facebook :
Website :
Twitter :
Instagram :
Linkedin :

Rahat Nagari – Digital Marketing Consultancy and Technical Support

* ANTI-PIRACY WARNING *

This content is Copyrighted. Any unauthorized reproduction, redistribution, or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!

All rights reserved. This Visual and Audio Element is Copyrighted Content of Voice Bangla. Any Unauthorized Publishing is Strictly Prohibited.

Note: If you wish to share this video, please make sure you embed the link and share the original source. Please avoid other methods of copying or duplicating the video, and help us support anti-piracy measures in any way you can. Thank you – Team.

source

KOTHA

50 thoughts on “পাল্টে যাচ্ছে জামায়াতের রাজনীতি! : Masood Kamal | KOTHA

  1. মাসুদ কামালের সাম্প্রতিক বক্তব্যগুলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তিনি জামাতের দিকে ঝুঁকে গেছেন । প্রায় প্রতিটি ভিডিওতেই তিনি নানা ঘুরপাক খাওয়া যুক্তি দিয়ে শুধু ডাকসুতে জামাতের জয়কে ন্যায্য প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি বলেন, মেয়েরা নাকি জামাতের কাছে নিরাপদবোধ করেছে, কিংবা জামাত সবার মন জয় করেছে। আসলে এগুলোই মাসুদ কামালের সূক্ষ্ম প্রচেষ্টা—জামাতের তথাকথিত ইতিবাচক কাজগুলোকে মানুষের মনে প্রবেশ করিয়ে দেওয়া এবং ধীরে ধীরে তাদের গ্রহণযোগ্যতা তৈরি করা।

  2. আমি মনে করি ৭১ নিয়ে জামাত ভুল শিকার করলে তাদের জনপ্রিয়তা বাড়বে,এবং জাতীয় নির্বাচনে ভালো করবে।

  3. মাসুদ ভাই সাধারন মনুষ তাদের জান মালের নিরাপত্তা চায়,একটা দুর্নীতিমুক্ত সমাজ চায়।যাদের কাছে জনগন এগুলোর নিচ্চয়তা আশা করতে পারে তাদেরকে ভোট দেবে।একানে বি এন পি, জামাত,আওয়ামিলীগ কোন ফেক্টরনা।

  4. তোমার মত দালাল সাংবাদিকরা কি বলতে চাও আমরা জনগণ বুঝি আমরা জনগণ মনে করি 1971 সালে জামাত ইসলামের চিন্তাধারা সঠিক ছিল, জামাত ইসলাম কখনো প্রকাশ্যে ক্ষমা চাইবে না

  5. এমনটা হলেও অভিনন্দন জানাতে তাদের পরবর্তী কর্মকান্ডের উপর পর্যবেক্ষন করতে হবে! কৌশলের অংশ নাতো?

  6. ভাইয়ের কি মাথা খারাপ নাকি ???? জামায়েত অন্যায় করলেই তো ক্ষমা চাইবে। ৭১তো ভারত-পাকিস্তানের যুদ্ব। জামায়েত কেন ক্ষমা চাইতে আসবে?

  7. আপনার কথা ঠিক হতে পারে।কারন জামাত প্রয়োজনে সাপের মত খোলোশ পাল্টায়, অতীত তা বলে!!!!!

  8. অনেক সতর্কতা অবলম্বন করা ছাড়া যেমন তাকফির করা যাবে না, নিজের জন্য বিপজ্জনক, তেমনি যেখানে করা প্রয়োজন, সেখানে না করা ও শিথিলতা প্রদর্শন করাও আ’লেম সমাজের দায়িত্বহীনতা। কারণ এতে সমাজে কুফর প্রতিষ্ঠিত হয়, চূড়ান্তরূপে ‘কাফেR’ সাব্যস্ত না হলেও, অন্তত কুফরকারী তাওবা করার প্রয়োজনীয়তা অনুভব করে না এবং সাধারণ মানুষ না বুঝে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক স্থাপন করে, তাদের জানাজায় দাঁড়ায় ও সওয়াব রেসানী করে।

    একটি অরাজনৈতিক বাঁশ-দেওয়ামূলক সংগঠনের নাম ‘জানাজা বর্জন দল’, সংক্ষেপে ‘জাবেদা’। অনলাইনে এই সংগঠনের একটা উন্মুক্ত জাবেদা খাতা থাকবে, যাতে দেশের ‘মুসলিম’ নামধারী সব প্রকাশ্য বেঈমান, কাফেR, মুশরিক, মুনাফিক ও বড় ফাসেকদের নাম লিপিবদ্ধ করা হবে। দেশবাসী সবাই তাদেরকে চিনতে পারবে। সংগঠনের সদস্যরা কারো সাথে কোন রকম সংঘাতে যাবে না। তারা শুধু নিজেরা এদের জানাজা পড়বে না, বর্জন করবে। তবে মরার আগে এরা কেউ আন্তরিকভাবে প্রকাশ্যে তাওবা করলে, খাতা থেকে তার নাম কাটা যাবে। খ্রিস্টীয় ২০২৫ সালে সংগঠনের যাত্রা শুরু। এর জাবেদা খাতায় প্রথম নাম উঠল শারীয়া’ বিধানে না-বিশ্বাসী মীরজাফর-কুল ঈশলাম আ-লোম-গিরগিটির। নাম কাটার জন্য তাকে তাওবা করার অনুরোধ করা যাচ্ছে। তাওবা ছাড়া মরলে, যে হুজুর তার জানাজা পড়াবে, খাতায় তারও নাম উঠবে।

    ‘জাবেদা’র জাবেদা খাতায় দ্বিতীয় নাম উঠল বাংলাদেশ>বাংলাশেষ চাঁদায়োতাবাদী দল, সংক্ষেপে ‘বা`ঞ্চ`দ’-এর শাউয়া, টিনের চালের কাউয়া ‘তা-rape চুয়া’। এই বা`ঞ্চ`দ ইসলাম ও মানবতার জঘন্যতম দুশমন টিনের চার্লি কাউয়ার্কের জাহান্নাম গমনে খু-উ-ব ব্যথিত হয়ে নিন্দা জানিয়ে শোক প্রকাশ করেছে। অথচ অদ্যাবধি সে ফিলিস্তীনী হামা`সের কোন শহীদ নেতার জন্য শোক প্রকাশ করেনি। বা`ঞ্চ`দ!

  9. মজিবুর রহমান নিজেও তো স্বাধীনতা চান নাই এটাও আমরা ইতিহাস থেকে জেনেছি সেই ব্যাপারে তো কখনো কোনো কথা বলতে শুনি নাই আপনাকে

  10. কামাল সাহেব রাজনীতির ধরন পাল্টানো তো স্বাভাবিক তাই না আপনি এতদিন অস্বাভাবিক মনে করছেন একজন সন্তান তার বাবার পরিচয় নিয়ে বড় হয় কিন্তু এই সন্তানের বাপ যদি খারাপ থাকে পূর্বে সন্তান যদি ভালো কিছু করে বা ভালো মন মানসিকতা থাকে শিক্ষিত হওয়ায় তাতে কি সন্তানের ভুল মানুষ কিন্তু সন্তানকে বাহা ভাই বলে যাইহোক বাপ যেমনই ছিল ছেলেটা ভালো হয়েছে মানুষ যদি ভাব সন্তানের বিষয়টা ভালোভাবে নিতে পারে 71 ইস্যু জামাত কি করছে না করছি এই প্রজন্ম আপনার মত শোনা কথায় বিশ্বাস করে লাভ নাই বর্তমান ছাত্রশিবির জামাত ইসলাম বাংলাদেশ আদর্শ কেমন এটাই বিবেচনা বিষয়
    মানুষ একাত্তরের কবিতা 25 শে চলে না মানুষ খায় না এখন জামাতে ইসলামের রাজনীতি আপডেট মানুষরাও আপডেট মূল কথা হইলো আপনার নীতি আদর্শ
    আশা করি আপনার মন মানসিকতা পাল্টাবেন

  11. আমার তো মনে হয় 71 এর মুক্তিযোদ্ধারা কপাল খুলে গেল, কমসে কম ভালো লোকের দোয়া তো পাইলো, বাকি তারা গিয়ে কি দোয়া করবে, তারা কি কোন দোয়া পারে

  12. জামায়াতে ইসলামী গোলাম আজম স্পষ্ট করে ৭১ এর কথা বলে গেছে তারা কি স্বাধীনতার পক্ষে বিপক্ষে নিয়ে । তোমাদের মত চেতনা বাজ ইসলাম বিদ্বেষী দের সব সময় সয়তানি মাথায় গুরে। নিজেকে অনেক জ্ঞানী মনে হয় । আবু জাহেল।

  13. বাংলাদেশ জামায়াতে ইসলামি কমিটিতে বা দলে সেচ্ছায় অনেক ভিন্ন ধর্মাবলম্বী যুক্ত হচ্ছেন,, এটা তো নতুন কিছু না।

  14. আপনি কি মনে করেন এ যুগের কি যেটা বা নতুন প্রজন্ম যারা বা আপনার সন্তান যারা কি এই ব্রিটিশ ব্যাপার-স্যাপার নিয়ে কখনো চিন্তা করে চিন্তায় আমি তারা কি অতীত নিয়ে ব্যবসা করে পৃথিবীর কোথায় অতীত নিয়ে বাণিজ্য করে কেউ এটা কি ফিরে পাওয়া যাবে আপনি ক্রিটিকাল সেজন্য এইটা আপনাকে এত জ্বালা দিচ্ছে আমার কথা হল যে আমরা নতুন করে এগিয়ে যেতে হবে যেটা চায় কিন্তু আপনি তো এখন জেএনজি শুনলে আপনার মাথার চুল দাঁড়ায় যাবে পেছনের দিকে আপনিই তো সবচাইতে বেশি মেয়াদ জাহেদ সবচাইতে বেশি ক্ষতি করেছেন তারপরে জিল্লুর রহমান কি লাভ হয়েছে আপনাদের পরিবর্তনটা ভালো লাগে নাই না পিছে রাখেন গতানুগতিক রাজনীতি দিয়ে কোনদিন আর কখনো কোন উন্নতি করতে পারবেন না বাংলাদেশ নয় কোন দেশে এই পার্থক্যটাই আপনারা ক'জন ব্রিটিশ ক্রিটিক্যাল বুড়া আছেন যারা বুঝতে চান না আপনাদের ওই ঘাউরামি আছে গ্রামের মেম্বার চেয়ারম্যানদের মতো আপনারা সবার উপরে চাপিয়ে দিতে চান সিনিয়র সাংবাদিক নাম ধরে আর নাম ধরে এত মজা এটাতে একজন তো ডাক্তারি ছেড়ে এখন বিশ্লেষক হইছে বাংলাদেশে একমাত্র বুদ্ধিজীবী আর একমাত্র বুদ্ধিজীবী এবং বিশ্লেষক জাহিদ আর তো কেউ নাই বুদ্ধিজীবী টক শোতে সারাদিন ঘুরে বেড়ান মানুষ কিভাবে বিভ্রান্ত করেন। পুরনো দিনটা ভুলে সবাইকে ঐক্যবদ্ধ করার কাজে সাংবাদিকতা নিজের অভিজ্ঞতা কাজে লাগান যেকোনো উপায়ে জাতিকে ঐক্যবদ্ধ করুন সেটা হল সবচাইতে বড় কাজ একটা নেতার কয় যারা রাজনীতি নিয়ে মাথা ঘামায় সবচাইতে বড় গাছ জাতিকে ঐক্যবদ্ধ রাখা দুই ডলারের জন্য বিভ্রান্তি করে লোকজনকে আর ঠকাবেন না একটু বড় হবে টিভি কে দেখুন করুন পুরো আপনারা অত্যন্ত স্বার্থপর এর বাইরে যেতেই পারেন না তারপরও দুই ইঞ্চি ছাড়বেন না।

  15. আমি নিজেও জামাতে ইসলাম বা ছাত্রশিবির করিনা কথা হলো আপনি যদি কম্পেয়ার করেন ছাত্রদল ছাত্রলীগ অন্যান্য ছাত্রের সাথে তাহলে আপনি নিজেই বিচার করুন এদের আচার-ব্যবহার কাজকর্ম নীতি-নৈতিকতার ওয়াদা তারা তো ছাত্রদের সাহায্য করে জনগণকে সাহায্য করে গরীবদেরকে সহায়তা করে তাহলে ওদেরকে কেন আপনি গালিগালাজ করবেন কেন আপনি ওদেরকে সমর্থন করবেন না

  16. আমার মনে হয় না চিন্তা যে জাম ফিরে এসেছে এই জন্য আওয়ামী লীগ ভোট দিবে কারণ আপনি দেখবেন আমার বিরোধী আরো পয়েন্টের পর পয়েন্ট বের করতে থাকবে টকশোতে গিয়ে কথা বের করতে থাকবে কারণ কাজ করে তারা এই পরিণতি বাংলাদেশে ভোগ করে যার কারণেই ৫৪ বছর বাংলাদেশে কোন উন্নতি হয়নি জামায়াতের দোষ খুঁজে বের করবেই ধর্মভিত্তিক রাজনীতি করে যত ভালো কাজই করুক জ্যোতিষী নামধারী আরেকটা পয়েন্ট খুঁজে বের করবে জামাতকে মাটিতে শোয়ানোর জন্য মনে হয় না যে খুব একটা পরিবর্তন আসবে ক্ষমা চাইলেও।

  17. এতো সুশীল হলে জামায়াত থেকে বহু দূরে চলে যাবে অনেকে।আর কতবার বলবে।

  18. এখন ৭১ এর জন্য জামায়াতের বিচার করার কেউ নেই এই সুযোগ কাজে লাগিয়ে ক্ষমা চাওয়া ভালো কূটকৌশল। চেষ্টা করতে পারে

  19. নোবেল মালটারে নিয়ে যে দেশে কি হয় কে জানে ? এই সুদখোর মাল নিজের কর মওকুফ করে নিলো, নিজের গ্রামীণ ফোন এর জন্য ডিজিটাল ব্যাঙ্কিং লাইসেন্স নিয়ে নিলো, তার ইউনিভার্সিটি লাগবে সেইটাও নিলো, আবার শ্রমশক্তি রফতানির লাইসেন্স নিয়ে নিলো, আবার সামনের আরো কিছু বছরের জন্য কর মওকুফ এর ব্যাবস্থাটাও পাকা করে নিলো, সরকারের মালিকানা ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে নিয়ে এলো মানে এখানে সবকিছুই করা হলো জনগণের স্বার্থের বিরুদ্ধেই কিন্তু আমাদের নীতিহীন পলিটিশিয়ানরা এটা নিয়ে খুব একটা কথা বললো না, কথা বললে না আবার ক্ষমতার বাইরে চলে যেতে হয় !!!! এই তো কি চরিত্র আমাদের দেশের সোনার পলিটিশিয়ানদের। এই দেশ এ মারা মারি হয় শুধু মাত্র জনসেবা করার জন্য, রাজনৈতিক দলগুলো জনগণের সেবা করার জন্য ভোটাধিকার হরন করে নেয় আর এই জনসেবা করার জন্য তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বা করতে হয়। কিছু মানুষ আছে যারা কথা বলে সরকারের বিরুদ্ধে কিন্তু সেটা টকশোতে কিন্তু তাদেরকেও টার্গেট করে জেলে ঢুকানো হলো তাহলে কথা বলবেটা কে ??? এই দেশ কখনো ভালো হবে না কারন এই দেশের পলিটিশিয়ানরা নিজেরাই পলিউট হয়ে গেছে এদের না আছে দেশপ্রেম না আছে সততা তার বড় উদাহরণ নোবেল ম্যান কার্যকলাপ এ এদের সীমাহীন নিরাবতা। এজন্য এই পলিটিশিয়ানরা বার বার অপমানিত হবে বার বার এদেরকে দেশ থেকে পালতে হবে নিজ কর্মের জন্য

  20. আমার মনে হয় যে জামায়াতের 71 প্রশ্নে অবস্থান স্পষ্ট ।

    কারণ স্বাধীন বাংলাদেশে তাদের কোন কর্মকাণ্ডই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে নয়, বরং অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন বেশি আপসহীন।

    একাত্তরে যারা দোষী তাদের অবশ্যই বিচার হওয়া উচিত , মনে হয় এই চেতনা দিয়ে তাদেরকে দাবিয়ে রাখা হয় ।

    তাদের সততা, দেশপ্রেম, নৈতিকতা, দেশের প্রতি দায়বদ্ধতা ভোটারদেরকে তাদের প্রতি আকৃষ্ট করছে ।

  21. মাসুদ কামাল ভাই আসসালামুয়ালাইকুম, মাসুদ কামাল ভাই আমার একটা ধারণা হয় জামাত হয়তো আগেই বুঝতে পেরেছিল, ইন্ডিয়ার সাহায্য নিয়ে মুক্তিযুদ্ধ করাটা সমীচীন হবে না . এ বিষয়ে আমি একটি উদাহরণ দেই সেটি হলো এমন যে আপনি মনে করেন যে একজন স্ত্রী তার স্বামীর সাথে সংসার করছে দীর্ঘদিন, কিন্তু স্বামী লোকটি মোটেই ভালো ছিল না, মাঝে মাঝেই তাকে মারধর করতো, এই সুযোগে একটি দুষ্টু লোক ওই স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে আলাদা হবার প্রলোভন দেখায়, এবং লোকটি সেই স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে আলাদা করে তাকে একটি পতিতালয় বিক্রি করে দেয়. তাহলে ওই স্ত্রী কি আগেই সম্মানজনক অবস্থায় ছিল না ! জামাত কি আগেই বুঝতে পেরেছিল যে আমরা আসলে স্বাধীন হতে পারব না এবং সত্যিই কি আমরা স্বাধীন হতে পেরেছিলাম. যেখানে আমাদের সমস্ত শিল্পকে ধ্বংস করে এই দেশটাকে ভারতের একটা বাজার বানিয়ে রাখা হয়েছিল ইত্যাদি ইত্যাদি . আমরা হয়তো পরবর্তীতে নিজেরাই স্বাধীন হতে পারতাম তাদের সাহায্য ছাড়াই, তো যাই হোক মাসুদ কামাল ভাই আপনি অনেক জ্ঞানী মানুষ, বিষয়টি অনুগ্রহ করে ভেবে দেখবেন. এবং বিশ্লেষণ করবেন অনুগ্রহ করে

  22. Masud Bhai Assalamualikum and what you trying to mean. All Rahamat only jamat or other party like BAL and BNP no one razakar , laborer? A person grandfather was theft and person have to carry it? Why you only indicate jamat

  23. মামুদ কামাল ভাই আপনাকে এতো হালকা বুদ্ধির কখনই মনে হতোনা যদি না আজকের এই ভিডিওটা দেখতাম, সারা দেশের মানুষ যখন বট আইডির দৌরাত্ব নিয়ে কথা বলছে তখন আপনি সেইসব বট আইডির কমেন্টগুলো পজেটিভলি পড়ছেন এবং মন্তব্যও করছেন। যেমন কিছু কমেন্টে থাকছে "আমি এবং আমার পুরো পরিবার আগে আ.লীগ/বিএনপিকে ভোট দিতাম, কিন্তু এবার জামাতকে ভোট দিব।" একবার ভেবে দেখেন এই ধরনের কমেন্ট নিশ্চয় সবধরনের পোষ্টে দেখা যায়। এই ধরনের কমেন্ট অতি অবুঝ এবং বোকা টাইপের লোক হয়তো প্রভাবিত হতে পারে কিন্তু যাদের নুন্যতম বিচারবুদ্ধি আছে তারা কখনও প্রভাবিত হবেনা। আমার কথা হচ্ছে যারা আপনাকে বিশ্বাস করে এবং পছন্দ করে তারাও কিন্তু প্রভাবিত হচ্ছে। জনগন বিএনপিকে ভোট দিবে নাকি আ.লীগকে ভোট দিবে তাদের উপরে ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে আপনি অন্তত তাদের বট আইডির কমেন্ট পড়ে কাউকে প্রভাবিত করতে যাবেন না আশা করি।

  24. জামাত সবসময় সাধারন মানুষকে ধোঁকা দেওয়ার রাজনীতি করে যা বোঝা ক্ষমতা আপনার নেই সেটা আপনার ভিডিও দেখে বুঝলাম, আপনি অন্তত ধোঁকায় পড়ে তাদের তল্পিবাহক হবেন না আশা করি। মানুষকে তাদের যোগ্য প্রতিনিধি বেছে নিতে দেন, দয়া করে কারো পক্ষপাতিত্ব করবেন না পাছে কেউ সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করে। শুধুমাত্র একটা কনটেন্ট বানানোর জন্য মানুষকে ভুল পথে নিয়ে যাবেন না।

  25. রাজাকার সবচাইতে বিএনপি আওয়ামী লীগের ভিতর বেশি,,, যুদ্ধ অপরাধী যদি থেকে থাকে আওয়ামী লীগের বিএনপি,, তাদের কোন কিছুতে প্রশ্ন করা হচ্ছে না মুক্তিযুদ্ধ সম্পর্কে,, তাদের এত নেতাকর্মী সব রাজাকারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *