NOW READING:
দুর্নীতির সব খবর মুখ্যমন্ত্রী জানতেন! Adhir Chowdhury | Mamata Banerjee | Aaj Tak Bangla
September 22, 2024

দুর্নীতির সব খবর মুখ্যমন্ত্রী জানতেন! Adhir Chowdhury | Mamata Banerjee | Aaj Tak Bangla

দুর্নীতির সব খবর  মুখ্যমন্ত্রী জানতেন! Adhir Chowdhury | Mamata Banerjee | Aaj Tak Bangla
Listen to this article



adhirchowdhury #mamatabanerjee #aajtakbangla #aajtak দুর্নীতির সব খবর মুখ্যমন্ত্রী …

source

21 Comments
    @joydevmaitra9250

    আপনাকে বক্তব্য ২০০% সত্য।
    আপনি হেরে যান নি। আপনাকে নোংরা ভাবে হারানো হয়েছে। কিন্তু আপনি অনেকের মনের মধ্যেই আছেন। ওপর আলা আবার আপনাকে নতুন করে মাথা উচু দাঁড়িয়ে আসন দিয়ে বসাবেই।

    @dipendradeb354

    বাংলার মূখ্য মন্ত্রী লোকেরা কোন দূর্নীতি করলেই বলেন আমি চিনিনা,জানিনা,আরযখন দলীয় বৈঠক করেন এবং বলেন ওনার নেতা মন্ত্রীগন কে কি করেন সব খবর রাখেন.আসলে মিথ্যা কথা বলতে ভালবাসেন.

    @imsj9787

    ঠিক বলেছেন সব বোঝা যায়। এদের নাটক এবার ভঙ্গ করার সময় এসেছে।

    @NripensamaddarX

    দাদা আপনি ভাল লোক, আপনার ঐ দোগলা কংগ্রেস ছেরে নিজের মত দল গঠন করেন। আমরাও চাই

    @saktimukherjee451

    এই অতিধূর্ত মিথ্যাবাদী বহু পাপের মূর্ত প্রতীক ডাইনি মুখ্যমন্ত্রী সমস্ত দুস্কর্মের শুধু খবর জানতো না, সে নিজে সেগুলিকে কখনো নির্দেশ দিয়েছে, কখনো প্ররোচনা দিয়েছে, আর কখনো পৃষ্ঠপোষকতা করে প্রশ্রয় দিয়ে বাড়িয়ে তুলেছে। আর দস্যুদের লুঠের পনীর থেকে ৭৫% ভাগ নিজে খেয়েছে।

    @saktimukherjee451

    কোনো ছোট ছেলে যখন কিছু পাবার জন্য চীৎকার-কান্নাকাটি করে তখন মা-বাবা তাকে নানা মিথ্যা প্রতিশ্রুতি আর ললিপপ হাতে দিয়ে ভুলিয়ে দেন; তারপরে সব শান্ত, যেমন চলছিল, চলতে থাকবে। ছলনাময়ী ডাইনি এখন সেই খেলাতে নেমেছে। যারা সেটাতে ভুলবে তাদের আর কোনো গতি নাই। ডাইনি কে গদি থেকে তাড়ানো ছাড়া মানুষের মুক্তি নাই , অধিকার নাই , শিক্ষার, স্বাস্থ্যের, সুরক্ষার, খাদ্যেরজন্য মাথা তুলে দাঁড়াবার অধিকার নাই , নিজের পছন্দ মতন ভোট দেবার অধিকার নাই।সত্য সংবাদ পরিবেশনার অধিকার নাই , -শুধু কথা বলার সময়ে আতঙ্কে চারিদিক দেখে নিতে হবে।
    আর ডাইনি এবং তার বজ্জাত ভাইপোর জন্য জয়ধ্বনি তুলতে হবে। অথচ একটা কথা ভেবে দেখুন প্রত্যেকে আর জি কর মেডিকেল কলেজের এই অবর্ণনীয় কুৎসিত ভয়ঙ্কর অত্যাচারের ঘটনা হতে পেরেছে কার জন্য ? যে অন্যায় অপরাধীদের পুষেছে এবং নানা রকম গুন্ডামি, রাহাজানি, ভোট লুঠ করা, ধর্ষণ আর হত্যা করতে উৎসাহ আর পৃষ্ঠপোষকতা করেছে, ভোট লুঠেরা, হার্মাদ, সাধারণ মানুষ এবং পুলিশ ও আমলাদের কাছে ত্রাস দস্যুদের যে "বীরের সম্মান" ঘোষণা করে, সেই দানবী এই মুখ্যমন্ত্রী আর তার মাফিয়াদলের সাঙ্গপাঙ্গরা। সেই বিষের পাহাড়টাকে রেখে দেওয়া কি আমাদের অপরাধ নয় ?
    আজ তরুণী ডাক্তার মৌমিতা অভয়ার আকাশফাটা যন্ত্রণার সঙ্গে মিশে আছে সেই নিহত কামদুনি-কন্যার, নারকেলডাঙার তরুণ অভিজিৎ সরকারের রুদ্ধকরা শেষ নিঃস্বাস আর তার থেতলে দেয়া মাথাটার উপরে তৃণমূলী দস্যুদের বীভৎস অট্টহাসি। আর নবান্নের শীর্ষে আরামের সিংহাসনে পাপে সিক্ত ডাইনির অনড় অধিষ্ঠান।
    ডাইনির সঙ্গে লেগে আছে চন্দ্রিমা নামক ধৃষ্টা মেয়েলোকটা। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সেও তো সমান দায়ী।

    @bappadityabanerjee2525

    अधीर चौधरी का बिल्कुल सही जवाब ममता गवर्मेंट को कांग्रेस हाई कमांड ममता को खुश करनेके लिए अधीर चौधरी को हटके बंगाल मै कांग्रेस को खत्म कर देगा

    @prodippaul7696

    বেবি আমি এখন ভালো আছি তোরা সবাই ভালো আছিস?পূজা তে বেরোবি ,কানু কেমন আছে ,মিন্টু তোদের বাড়ি গেছিল

Leave a Reply