NOW READING:
দিদি ও ডাক্তার | Press Conference | NK Digital Bengali News Bangla News
September 15, 2024

দিদি ও ডাক্তার | Press Conference | NK Digital Bengali News Bangla News

দিদি ও ডাক্তার | Press Conference | NK Digital  Bengali News Bangla News
Listen to this article



NK Digital (News Kolkata Digital) channel on the YouTube platform is a digital media outlet that delivers news and current affairs …

source

47 Comments
    @shaibalmazumder7410

    অনেক হয়েছে দিদি আর মাথা নত করবেন না দয়া করে,এরা বিচার চায় না,সব বামেদের দালাল

    @bivasmasid4262

    তোদের পিছনে এত সময় দেবার মত সময় একজন মুখ্য মন্ত্রীর থাকে? তোরা কি শিক্ষিত।

    @sumitmishra4747

    জুনিয়র চিকিৎসকদের এতো সাহস হয় কী করে? মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ মানছে না।মাননীয়ার অনুরোধও মানছে না।এরা নাকি আগামী দিনে সহনশীল ডাক্তার হবে? এরা গনআদালত বসাতে চাইছে।রাত্রি ৯-৩০টাতে রাজি হলেন কেন?চালাকির একটা সীমা থাকা উচিত।

    @sakinurrahaman2211

    এই ছেলেটা ধর্না দেয়া ডঃ দের নেতা, কিন্তু ওঁর মধ্যে নম্রতার ভদ্রতার কোন ছাপ দেখলাম না। ওঁর থেকে কোন যোগ্য ছেলে মেয়ে কি নেই, নাকি ও কোন হনুর ছেলে। সেটা দেখে ব্যবস্থা নেয়া দরকার। কারণ সাধারণ মানুষ বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন,ওঁরা জনগণের টাকায় বেতন ঠিকই পাচ্ছেন।

    @farukhahmed3424

    এর পর জুনিয়র ডাক্তার যদি কর্মে না ফেরে, তাহলে রাজ্যের সমস্ত মানুষ কিন্তু সব দেখছে,
    তোমরা হয়তো ভুলে যাচ্ছ জনগণের টাকায় তোমাদের বেতন হয়।

    @Nirmal-qr2ey

    এরা সবাই শুভবুদ্ধি, বোঝদর, এদের লাটাই সুতো অন্যের হাতে।

    @Nirmal-qr2ey

    ন্যাকামি লাইভ টেলিকাস্ট সম্ভব নয়, এটা জানা সত্ত্বেও কেন আসলেন।

    @srikantaghosh6993

    এই কালো জামা পরা ছেলেটি হচ্ছে মেন কালপিরিট, সবটাই মিথ্যা বলছে। সবাই ভিডিও টা দেখেছে।লুকানোর জায়গা নেই।

    @samirkumarmanna6908

    এই ছেলেকে বলতে শুনলাম যে চিঠিতে লেখার নাকি ট্রান্সপারেন্সি করা হয়েছে, এটা কি।

    @sunildebnath8676

    ওরা আন্দোলন করছে না ওদেরকে দিয়ে আন্দোলন করানো হচ্ছে?ওরা কি বিচারের জন্য আন্দোলন করছে না রাজনীতির পট পরিবর্তনের জন্য আন্দোলন করছে। দেশের সরকার পরিবর্তন কি বাংলাদেশের মত করতে চায়?অনুপ্রেরণা পাচ্ছে ঐ দেশ থেকে দেখে।ওঁরাও ডাক্তারি ছেড়ে নেতামন্ত্রী হতে চায় বাংলাদেশের সমন্বয়কদের মতন?হয়ে যাও মেধাবী সোনার টুকরো ছেলেমেয়েরা আমাদের।রাজ্যের মানুষ বিনা চিকিত্সায় মরে মরুক তাতে কি আসে যায়।দেশের লোকসংখ্যা তো আর কমবে না।তাই বাবারা চালিয়ে যাও—'।

    @debashisde7012

    এই যে জুনিয়র ডাক্তার টা বক্তব্য রাখছেন,ইনি সমস্যার সমাধান বা নির্যাতিতার বিচার চান বলে মনে হয় না।ইনি ছিপিএমের হারমাদ।জনগণের ট্যাক্সের টাকায় পড়ে ডাক্তার হতে যাচ্ছে,আর মানুষের প্রতি নূন্যতম দায়বদ্ধতা নেই।এদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়া দরকার।

    @bidhandey5111

    জনগণ জনগণ বলছেন কিন্তু জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন,এটা ঠিক হচ্ছে তো।

    @ranjanmondal7929

    আলোচলা করতে এসে তিন ঘন্টা ন্যাকামো করার পর নাটক করা হচ্ছে৷শান্তির ছেলে গুলোকে কালিঘাটে বলি দেওয়া উচিত ছিল৷শুয়ার বলে ডাক্তার অভদ্রের মতো চিৎকার করছে৷দেখে তো সিনেমা হলের টিকিট ব্লাকার মনে হচ্ছে৷

    @tapankumarmondal3902

    Educated Jr. Doctors , Do you know, "Jesus Christ had forgave his disciple 77 times, Then he turned into conscience. C M is still conscience – stricken over jr. doctors . Pl. join for mankind ! Sir Isac Newton had forgave his pet dog 🔅 Dimond
    when his last 20 yrs inventive thesis were burnt by it he passed his hand over its head lightly & told " Do you know what loss you have done in the world ? Do you ( jr. doctors) know what loss you have done for human beings. ".You be revealed " Ramkrishna, " You ( jr. doctors) be revealed" pl. ( Jr. doctors) join the hospitals & serve very faithfully ❤ to survive the patients . . Thank prabir Babu with ❤ for reviewing C M's joining with agitators ,

    @seemasadhukha2282

    দিদি আমাদের মনে হচ্ছে এরা ডাক্তার নয় দিদি আপনি এত সুন্দর করে বলেন তাতে ও এরা ডাক্তার নয়

Leave a Reply