NOW READING:
ইউনূসের ‘মেগাফোন কূটনীতি’ ভারতের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? BBC Bangla
September 14, 2024

ইউনূসের ‘মেগাফোন কূটনীতি’ ভারতের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? BBC Bangla

ইউনূসের ‘মেগাফোন কূটনীতি’ ভারতের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে? BBC Bangla
Listen to this article



শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এক মাসেরও বেশি সময় ধরে প্রতিবেশী …

source

21 Comments
    @bharatpathik9036

    মহন্মদ ইউনূসকে একজন আত্মসম্মানজ্ঞান সম্পন্ন ব্যক্তি হিসাবে না দেখে একজন মেরুদন্ডহীন বিদেশি ক্রীড়নক (পাপেট) হিসাবে দেখলে তার বর্তমান আচরণ বুঝতে সুবিধা হবে। নেপালের ওলি, শ্রীলঙ্কার রাজাপক্ষে এবং হালের মালদ্বীপের মুইজ্জূ ঠিক একইভাবে কোন দেশের নয়, বিদেশের ক্রীড়নক হিসাবে ভারতের সঙ্গে সেই দেশের সম্পর্ক পুনর্বিন্যাস করার চেষ্টা করেছে….. তার ফল সেই দেশের দেশবাসী এবং সারা বিশ্ব এখন দেখছে। এবার বাংলাদেশের পালা।

    @MrShamim-p5g

    আমরা বাংলাদেশীরা ইন্ডিয়াকে কোন মুচলেকা দেয়নি আমাদের দেশ আমরা যেভাবে খুশি সেভাবে চালাবো ইন্ডিয়া কেন নাগ বলাবে আর ইন্ডিয়া আমাদের উপর নজরদারি করবে কেন

    @afianawar5923

    এসব শব্দ এখনো চলছে? "জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী.." অবশ্য এতে অবাক কেন হচ্ছি? তোমরা যে মুখোশেই থাকো না কেন ইসলামেই তোমাদের যত জ্বলন বিবিসি!

    @omarstamuk

    বাংলাদেশ চালাচ্ছে এখন প্রতিবন্ধীরা, এরা মস্তিষ্ক প্রতিবন্ধী, সভ্যতায় প্রতিবন্ধী মানবতায় প্রতিবন্ধী, আইনের শাসনেয় প্রতিবন্ধী, সুষ্ঠু বিচারে প্রতিবন্ধী, আর তাই দেশ ও চলছে হেলে দুলে সভ্যতা থেকে অনেক দূরে🧟🦹

    @lulupagla

    শালা মালুর বাচ্চা সাংবাদিক।রিপোর্টে ইন্ডিয়ার দালালী করছে।

    @samirendracharanghosh9820

    বাংলাদেশ মনে হয় পাকিস্তানের দিকে তাকিয়ে আছে, পাকিস্তান তাদের স্বাধীনতার পরদিন থেকেই আমেরিকার সমর্থনে ভারতের সাথে সার্বিক শত্রুতা চালিয়ে যাচ্ছে!

    @mdmehedulislam2592

    শেখ হাসিনার আমলে অন্যায় কিছু সুবিধা ছাড়া ভারতের নিরাপত্তার কোনো লাভ হয়নি! বরং তার আমলেই বাংলাদেশের জনগণ চরম ভারত বিরোধী হয়ে উঠেছে যা দীর্ঘমেয়াদে ভারতের জন্য ক্ষতিকর!!

    @mdmehedulislam2592

    তথাকথিত জঙ্গি, নিষিদ্ধ সংগঠন এসব মোদি-হাসিনার চুলের আলাপ!! এসবের নামে যাদেরকে বন্দি করে রাখা হয়েছে, এমনকি যাদেরকে হত্যা করা হয়েছে তারা সবাই নিরীহ-নিরপরাধ মানুষ!! এসব আওয়াজ তুলে এখন লাভ নাই!!

    @mdmehedulislam2592

    মুফতি জসিমউদদীন রাহমানি কখনও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিলেন না! আর এই সংগঠনকে নিষিদ্ধও করেছে গণহত্যাকারী হাসিনা! আদৌ এরকম কোনো দল আছে কিনা সেটাই প্রশ্ন! তবুও কী সুন্দর মুখস্থ বলে গেলেন হাম্বাদিক মহাশয়! তোমার তো মিয়া কেরানির চাকরি করা উচিত!! তথ্য যাচাই বাছাই না করে তোতা পাখির নতো মুখস্ত বলে যাও!! তুমি সংবাদ মাধ্যমে কী করো???

    @krishnabhowmik5591

    এটা😂এটাই সত্যি যে শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধ ও নিরাপদে

    @NazrulIslam-t4y

    আওয়ামী লীগের সময় সংখ্যা লঘু উপর হামলা হয়না কেন?কিরন পরিস্কার আ লীগ মানেই হাসিনা হাসিনা মানে ইন্ডিয়া।আ লীগ ক্ষমতায় থাকলে ইন্ডিয়া বাংলাদেশকে অঙ্গরাজ্যে মতো করে ব্যবহার করে অ 7:37 ন্য সরকার ক্ষমতায় আসলে সেটা না পারার কারণে সংখ্যা লঘু উপর হামলা নামে মিথ্যা চার করে উস্কে দিয়ে দেশেকে অস্থিতিশীল রাখা যেটা ইন্ডিয়ার রাজনৈতিক অপকৌশল । ইন্ডিয়া একটি উগ্র হিন্দুত্ববাদী হিংসাত্মক মনোভাবই প্রতিশোধ পরায়ণ এরা অতি লোভী স্বার্থ পর এরা গিব্ এন্ড টেক বুঝে না এরা আমাদের প্রতিবেশী নয় যেহেতু পাশের দেশ হিসেবে এদের সাথে ব্যবসা বাণিজ্য হবে কড়াইয়ে গোন্ডায় কোন আপোষ নেই কট্টর কট্টর আই হেইট ইন্ডিয়া ছিঃ।

Leave a Reply