NOW READING:
আপাতত ভারতে রয়েছেন মুজিবকন্যা। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এবার যাবেন কোথায়?
August 8, 2024

আপাতত ভারতে রয়েছেন মুজিবকন্যা। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এবার যাবেন কোথায়?

আপাতত ভারতে রয়েছেন মুজিবকন্যা। বাংলাদেশের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী এবার যাবেন কোথায়?
Listen to this article



পদত্যাগের পর দেশত্যাগ করেছেন শেখ হাসিনা। আপাতত ভারতে রয়েছেন …

source

35 Comments
    @QwQw-c9z

    বাংলাদেশ নিয়ে ভারতের সংবাদিক
    এরা জলে জলে জলে জলে কেন

    @nazrulchowdhury7250

    ভারত উচিত বাংলাদেশের সাথে বন্ধুত্ব হওয়া ,, কিন্তুক হাসিনা এবং আঃ লীগের সাথে ভারতের বন্ধু?

    @KerasinerTengki

    যতদিন ইন্ডিয়ার মিডিয়ারা বাংলাদেশ নিয়ে গুজব ছড়াবে ততদিনই মনে করবেন বাংলাদেশ ঠিক পথে চলতেছে। তার কারণ আমি বলতেছি যতদিন হাসিনা এই দেশের প্রধানমন্ত্রী ছিল ইন্ডিয়াকে সমস্ত কিছু বিনামূল্যে দেওয়া হয়েছে তাদের স্বার্থে আঘাত যখন লাগে তখন বাংলাদেশ নিয়ে বিভিন্ন ধরনের গুজব ছড়ায় ইন্ডিয়ান মিডিয়ারা ওরা তো আর স্বার্থ পাচ্ছে না এজন্য মিডিয়ারা গুজব ছড়াচ্ছে। তার কারণ আর একটা দেখেন বাংলাদেশের বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী পদত্যাগ করে ইন্ডিয়াতে চলে গেছে তখন তাদের এদের চুলকানি উঠে গেছে। আমাদের বাংলাদেশ নিয়ে আমরা বাঙালি জাতি আমরা সেটা বুঝবো ইন্ডিয়ান মিডিয়ার এত চুলকানি কেন ওঠে।।

    @KerasinerTengki

    বাংলাদেশ ওই দিনই শান্ত হবে যেদিন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসি হবে। বাংলাদেশকে শান্ত দেখতে চাইলে ইন্ডিয়ার দাদারা তাহলে হাসিনাকে আমাদের দেশে ফেরত দেন তাহলে শান্ত হয়ে যাবে আর হাসিনার ফাঁসি তোমরাও দেখতে পাবে তারপরে বাংলাদেশ সন্তান হয়ে যাবে। তোমরা এতদিন লুইটা পুইটা খাইছো আর লুটা বইটা খাইতে এই দেশের জনগণ দিবে না। বিনামূল্যে ইলিশ মাছ খাওয়া দাদা পাছার মধ্যে দেবে ইলিশ মাছ বিনামূল্য আর পাবানা।

    @MazedMazed-v9l

    কি ভাবে ব্যবসা করবে বাংলাদেশ! ভারত না জানিয়ে বন্যার পানি ছেড়ে আমাদের ডুবিয়ে কয়েক হাজার কুটি টাকার জান মাল দংশ করে দিলো।আর আমরা ব্যবসা কি ভাবে করবো? তোমরা আমাদের শুধু খতিই করেছো।সতর্ক তা না করে ভিষণ খারাপ করলে সম্পর্কে।

    @hossainahmad8545

    মুর্তি পূজা ভারতের কাজ। বাংলাদেশের কাজ নয়।৪০০ কোটি একজন নেতার মূর্তবানাতে😊খরচ।কি সাংঘাতিক।

    @hossainahmad8545

    চিকনি তুমি ও তোমাদের মিডিয়া হলো চুতিয়া । কারন তেমরা নিজের খেয়ে বনের মহিষ তাড়াতে ওস্তাদ।তোমরা কতটা উশৃংখল। রাতে ডাক্তার মেরে ফেল।তুমি কি এখনো আস্ত আছ।? না মুড়ো ভেতর ভাঙ্গা।

    @MMSHIFA

    ভয়ংকর নির্যাতন গুম খুন করা মেজর অপরাধি ধর্মিয় অপরাধিদের স্থান ভারতে যদিও পৃথিবীর কোন দেশ এমন অপরাধিদের স্থান নেই। যেমন হাসিনা স্থান ভারতে তসলিমার স্থান ভারতে?

    @MMSHIFA

    বাংলাদেশের কোন সংবাদ পত্রে যা বলা হয়নি আপনারা এতো হিংস্র মিথ্যা সংবাদ কোথায় পান?হাসিনা যে হাজার হাজার কোটি টাকা পাচার গুম খুন জিনিস পত্রের দাম বাড়িয়ে গেছে তখন তো শুনিনি আপনাদের এমন কথা।আসলে আপনারা কট্রর মোদি হাসিনা সমর্থক তাইনা?

Leave a Reply