NOW READING:
‘আঙ্কেল বাসায় কেউ নাই, বোনকে তালা দিয়ে এসেছি’ ঢাকার পুলিশের গাড়িতে ছাত্রী | Student Protest News
August 3, 2024

‘আঙ্কেল বাসায় কেউ নাই, বোনকে তালা দিয়ে এসেছি’ ঢাকার পুলিশের গাড়িতে ছাত্রী | Student Protest News

‘আঙ্কেল বাসায় কেউ নাই, বোনকে তালা দিয়ে এসেছি’ ঢাকার পুলিশের গাড়িতে ছাত্রী | Student Protest News
Listen to this article



sheikhhasina #protest #worldnews #aajtakbangla #aajtak সংরক্ষণ বিরোধী আন্দোলনে গত কয়েক দিন …

source

25 Comments
    @SAM_ZONE

    হাসিনা জনতার আস্থা হারিয়েছে সারাজীবন এর জন্য।

    @mehedihossain5024

    সবাই এয়ারপোর্টের দিকে যান, খুনিরা পালাতে না পারে,নাইলে সব ভেস্তে যাবে।

    @mdruman289

    একটা ভিডিওতে দেখলাম ঢাকা লালবাগের 67 জন গণকবর দিয়েছে ওরা

    @torutalukdar9279

    ঈশ্বর জানেন — এই দেশটির কি হবে ?
    কোমলমতি এই নিরীহ ছাত্র ছাত্রীদেরকে গ্রেফতার করে পুলিশ বলছে — আমরা জামাত শিবির ধরছি। এই নিরীহ কোমলমতি ছাত্র ছাত্রীরা কি জামাত শিবির?
    স্বৈরাচারী হাসিনা সরকার নিজের ক্ষমতা ধরে রাখার জন্য আজ মরিয়া হয়ে উঠেছে।
    আমাদের বন্ধু ও প্রতিবেশী দেশ ভারতবাসীরা আমাদের অসহায় দেখে মনুষ্যত্বের পরিচয় দিচ্ছে।
    কৃতজ্ঞতা সহ সমস্ত ভারতবাসীদেরকে জানাই মনের গভীর থেকে সেল্যুট।

    @MunnaRoy-y2s

    না জেনে নিউজ করবেন না।এরা আন্দোলনের নামে সরকার পতন চায়।কারো মায়া কান্নায় ভুলে ভূল তথ্য দেবেন না । আমাদের প্রধান মন্ত্রী খুব‌‌ই ভালো মানুষ। তিনি ছাত্রদের সব দাবি অনেক আগেই মেনে নিয়েছেন কিন্তু এখন তাদের একটাই দাবি সরকারের পদত্যাগ। এটা আন্দোলনের নামে সরকারের বিরুদ্ধে চক্রান্ত। দয়া করে সঠিক নিউজ সামনে নিয়ে আসুন,,,,,,, বাংলাদেশ থেকে

    @আব্বারল৫শত

    এই অবৈধ স্বৈরাচারী শেখ হাসিনা কে টিকিয়ে রেখেছে ভারতীয় সরকার। ভারতীয় সরকারের মদদে প্রত্যেকবার অবৈধ নির্বাচনের মাধ্যমে এই স্বৈরাচারী শেখ হাসিনার টিকে থাকে।

    @torutalukdar9279

    বাংলাদেশে মৃত্যুর সংখ্যা আজ ৮৭৬ জন, যার নব্বই শতাংশ ছাত্র ছাত্রী।
    গুম হয়েছে প্রায় দুই হাজার।
    গ্রেফতার করা হয়েছে কয়েক হাজার।
    পুলিশের গুলিতে আহত হয়েছে তিন হাজারের বেশি।
    বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে ১২২৭ জন।
    কোমলমতি এই নিরীহ ছাত্র ছাত্রীরা আজ গণহত্যার শিকার।
    বৈষম্য কোটা আন্দোলনের দাবির কারণে আজ বাংলাদেশের স্বৈরশাসক হাসিনা সরকার এই গণহত্যা চালিয়ে যাচ্ছে।
    আর টেলিভিশনের সামনে মিথ্যা কান্নার অভিনয় করে বিশ্ববাসীর কাছে দেখাতে চাচ্ছে সে অতি আন্তরিক।
    এই হাসিনা যে নরখাদক পিশাচ মহিলা তাতে কোনো সন্দেহ নেই। হায়নাদেরকে লেলিয়ে দিয়েছে নিরীহ কোমলমতি ছাত্র ছাত্রীদের উপর।
    ভোট বিহীন এ-ই স্বৈরশাসকের পতন আজ সময়ের দাবি।
    ক্ষমতাকে আঁকড়ে ( ধরে ) রাখার জন্য হাসিনা আজ মরিয়া হয়ে উঠেছে।
    মানবতার চরম লঙ্ঘিত করেছে।
    বিশ্ববাসীর নিকট আজ বাংলাদেশের নিরীহ সাধারণ মানুষেরা তাকিয়ে আছে —
    জীবন বাঁচাতে ও নিরাপত্তার জন্য।
    জয় হোক মানবতার।
    ঈশ্বর যেন এই নরকের রাজত্ব থেকে উদ্ধার করে।

    @yousaf-i9d

    দুনিয়ায় মজনু এক হয় লওয়াই করো
    লওয়াই লওয়াই লওয়াই চাই লওয়াই করে বাচতে চাই খুনি হাসিনার বিচার চাই রাজপথ চা নাই

    @SUBORNOVISION

    ধন্যবাদ কলকাতাবাসীকে এবং আজতক বাংলা টি ভি কে বাংলাদেশের মানুষের পাশে থাকার জন্য। অনুরোধ করবো লেটেস্ট নিউজ দেয়ার জন্য । গত দুদিন ধরে ঢাকা এবং অন্যান্য শহরের রাস্তা লোকে লোকারণ্য । আর দাবি পালটে হয়েছে এক দফা ।।

    @Marjan_61

    গুলি করার নির্দেশ দিলেই কি গুলি করতে হবে? আপনারা কি আপনাদের বিবেক-বুদ্ধি বেঁচে খেয়েছেন? আপনাদের উপরের মহল যদি নির্দেশনা দেয় যে, আজ থেকে সকাল-বিকাল দুই চা চামচ করে মুরগির গু খাওয়া লাগবে। তখন কি গু খাবেন?

Leave a Reply