NOW READING:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে আন্দোলনকারীরা | Latest Bangladesh News | R. Bangla
August 5, 2024

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে আন্দোলনকারীরা | Latest Bangladesh News | R. Bangla

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে আন্দোলনকারীরা | Latest Bangladesh News | R. Bangla
Listen to this article



বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙছে আন্দোলনকারীরা।

source

34 Comments
    @Mysteries_Houses_yt2023

    ❤তিনি অবশ‍্যই ইতিহাস হয়ে এই বাংলাদেশের ছাত্র ছাত্রীদের বইয়ে পাতায় চিরস্মরণীয় হয়ে থাকবে। পূজারী রুপে নাও থাকতে পারেন।

    @Mysteries_Houses_yt2023

    👾ভারতের কিছু সার্থান্বেষী কিছু রাজনৈতিক মহলে বিগত সরকারের সাথে মৈত্রীর নামে বাংলাদেশের মানচিত্রকে তথা দেশের সার্বভৌমত্বকে কুক্ষিগত করতে চেয়েছিল এবং ভবিষ্যতে চালাতে পিছপা হবে নাএবিষয়ে প্রত‍্যেকে নাগরিককে সূর্য রশ্মির মতো তীক্ষ্ম সজাগ রাখতে হবে।

    @5K008

    মুজিব হত্যাকারীদের বিচার করেছেন সবাই, না কি ১৫ ই আগস্ট তাঁকে প্রটেকশন দিয়েছিলেন ? সবাই মূর্তিপূজক এর মত কেনো আচরণ করছে? যেই লোকটাকেই বাঁচাতে পারলেন না তার মূর্তি নিয়ে আফসোস করে কি হবে? আল্লাহর সৃষ্টি মুজিবের সাথে মুজিবের মূর্তির তুলনা করা শিরক।
    "নিশ্চয়ই শিরক অত্যন্ত জঘন্য অপরাধ"__( সূরা লুকমান ),
    আল্লাহ তাদেরকে ক্ষমা করেন না যারা শিরক করে। কোথায় ছিলেন আপনারা যখন মেয়ে নিজেই তার পিতা অর্থাৎ স্বাধীনতার মহানায়কের আদর্শ বর্জন ও বিকৃত করে শুধু অনর্থক আকাশচুম্বী মূর্তিই শুধু তৈরি করে গেছে? মুজিবের আদর্শ নিজের মধ্যে ধারণ করি, মূর্তি পরিত্যাগ করি, আল্লাহর রাসূল সাঃ ও তাঁর কোনো মূর্তি রেখে যাননি, বরং এ বিষয়ে কড়া নিষেধাজ্ঞা আরোপ করে গিয়েছেন তিনি । আসুন ঈমান রক্ষা করি, তওবা করি, কালেমা পরি: লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ।

    @mdnadimm3748

    তুই এটাও জেনে নে, মুসলিম রাষ্ট্রে কোন মুর্তি থাকবে না

    @lazyaussiensw

    মুর্তি ছবি গুলো ভাঙ্গা ঠিক হয়নাই। সব গুলো যত্ন করে নিয়ে টানবাজার এ সাজিয়ে রাখা উচিত ছিলো। বঙ্গবন্ধুর প্রিয় জায়গা ছিল টানবাজার এদিকে হাসিনার বায়োলজিক্যাল বাবা হয়তো কোনো ভারতীয় দাদা।

    @zaherulislam4492

    ভাই শেখ হাসিনা থাকাকালীনে বাংলাদেশের একটা মানুষ স্বাধীন দেশে স্বাধীনভাবে কথা বলতে পারতো না সত্য কথা বলতে গেলে ওকে জেলে যেতে হতো সেজন্যে পুরা বাংলাদেশের মানুষ বাধ্য হয়ে উনাকে পদত্যাগ করাচ্ছে আর একটা কথা বিষয়টা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে এটা বাংলাদেশের বিষয় এটা নিয়ে আপনারা এভাবে নাক গলাচ্ছেন কেন মিথ্যা খবর প্রচার করার জন্য মুখ দিয়ে যেভাবে ফেনা তুলছেন আপনি মনে হচ্ছে শেখ হাসিনার পেট থেকে আপনি বাহির হইছেন মাইন্ডেট নেক্সট টাইম বাংলাদেশের বিষয় নিয়ে কিছু বলবেন না শ্রীলঙ্কাও তো এমন পরিস্থিতি হয়েছিল তখন তো আপনারা কিছু বলেন নাই এখন বাংলাদেশের ভিতরে হচ্ছে তা আপনাদের মাথা নষ্ট হয়ে গেছে

    @AIArif0000

    আমারা আমাদের দেশ কে তালেবান বানাবো, আপনাদের প্রব্লেম কি? আমাদের দেশে রেপ করলে ২/৪ বছরের জেল হবে না, ডাইরেক্ট ফাসি, চুরি করলে ডাইরেক্ট হাত কেটে দেওয়ার আইন হবে,
    আর দেশের সবাই রাজাকার একমাত্র হাসিনাই নাগরিক 🤣🤣🤣

    @biplobdas4289

    আমরা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি রাজ্যের কিছুই পেলাম না শুধু হাজার টাকার ভিক্ষা শিক্ষিত হয়ে জ্বলে পুড়ে আমরা কোন নোংরামি করছি

    @MdMithun-m3l

    ইন্ডিয়া সবগুলো চ্যানেলের দালাল সাংবাদিকরা বাংলাদেশের দালালি করতে ভালই লাগে

    @ParvezMahmud2100

    রিপাবলিক বাংলা ইউটিউব চ্যানেলে বাংলাদেশের আন্দোলনকারীদের কে অত্যন্ত কুৎসিত ভাষায় আক্রমণ করা হয়েছে। ৫ ই আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে সাবেক স্বৈরশাসক শেখ মুজিবুর রহমানের বিভিন্ন মূর্তি গুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়। রিপাবলিক বাংলার প্রেজেন্টার বাংলাদেশের আন্দোলনকারীদেরকে সরাসরি সন্ত্রাসী হিসেবে উল্লেখ করেছে যা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে প্রচন্ডভাবে অপদস্থ করার মত একটি কাজ। এই চ্যানেলে প্রায় সব অনুষ্ঠানে বাংলাদেশ বিরোধী বিভিন্ন ধরনের প্রচার চালু হয়ে থাকে। বিশেষ করে হাসিনার ফ্যাসির শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনগুলোকে অত্যন্ত খারাপ ভাষায় আক্রমণ করা হয়ে থাকে। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন সময় ছিল একটা সেকুলার আন্দোলন ।কিন্তু আলোচ্য চ্যানেলে পুরো আন্দোলনটাকেই সংখ্যালঘুবিরোধী আন্দোলন হিসেবে চালানোর চেষ্টা করা হয়। এবং যত ধরনের মিথ্যা কথা বলা যায় তাই এই চ্যানেলের মাধ্যমে পরিবেশন করা হয়। তাই আমি ইউটিউব কর্তৃপক্ষকে এই চ্যানেলটিকে অবিলম্বে বন্ধ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।

    @abdulKaium-gt7iw

    তোমার জন্মতে বিশেষ ভূমিকা রেখেছিল বঙ্গবন্ধু ইন্ডিয়াতে যখন গিয়েছিল তখন কাজ করেছিল যার কারণে তোমার জন্ম হয়েছে 🥴‼️

    @dayankhan4927

    বেঙ বন্ধুর মা কে চুদি
    শেখ মুজিবের মূর্তীতে হাগু করে দাও।

    @md.hamidul2217

    তোর ভাব লইয়া বানানে কা হে শালার ব্যাটা তুই আব্বা কইরা ক আমরা কমা তোর ভিসাটা মাল নিজের দেশের ঠিক কর অন্য দেশের ঠিক করার চিন্তাভাবনা করিস নিজের দেশে তো এত ধর্ষণ হচ্ছে সেটা ঠিক কর অন্য দেশের গতান নিজের গো আগে ঠিক কর

    @hthasancom9174

    মলম বিক্রেতা। যখন চা বিক্রেতার দেশে থাকে।সুন তদের যদি এতো সখ থেকে থাকে তাহলে তদের দেশে মুর্তি বানা তার পা দুয়ে পানি খা।তদের কে বাংলাদেশের মানুস কুত্তার মতো পিটাইমো।তদের জন্মের ঠিক নাই নডির পোলা

    @hthasancom9174

    ইউনুস হলো নুবেল বিজয়ি আর মুদি হলো চা বিক্রেতা🤣🤣🤣🦮।লেভেলেও নাও🤣🤣🤣🇮🇳🤮🇮🇳🐕‍🦺

Leave a Reply